
পলাশ নস্কর,বিধাননগর ব্যুরো: গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বিএসএফের ৪ জন উচ্চ পদস্থ আধিকারিককে মেল করে তলব করেছে৷ এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে। ওই চার অফিসারকে চলতি সপ্তাহে সিবিআই দফতরে আসার জন্য বলা হয়েছে।
সিবিআই সূত্রে খবর, বিএসএফের যে ৪ জন আধিকারিককে তলব করা হয়েছে তাদের মধ্যে একজন ডিআইজি, দু-জন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যার ও একজন ডেপুটি কমান্ডার পদমর্যাদার আধিকারিক রয়েছেন।
এর আগেই গরু পাচার চক্রের মূল পান্ডা এনামুল হক সিবিআইয়ের হেফাজতে। হেফাজতে বিএসএফের আরও এক আধিকারিক। এবার সীমান্তরক্ষী বাহিনীর চার আধিকারিককে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সব মিলিয়ে বিধানসভা ভোটের মুখে টানটান উত্তেজনা৷