কলকাতা: আরজিকর কাণ্ডে(R.G Kar Case) ধৃত সঞ্জয় রায়(Sanjay Roy) হেফাজতে রয়েছে CBI-এর। এবার সল্টলেকে কলকাতা পুলিশের চতুর্থ সশস্ত্র আরক্ষ বাহিনী অর্থাৎ ফোর্থ ব্যাটালিয়নের হেড কোয়ার্টারে ঢুকলেন সিবিআই আধিকারিকরা। মূলত সঞ্জয় রায়ের সঙ্গে কাদের ঘনিষ্ঠতা ছিল! কিভাবে থাকত এখানে! সেই সমস্ত বিষয় নিয়ে তদন্ত করতে হাজির হয়েছেন সিবিআই আধিকারিকরা।
গভীর রাতে ওই তরুণী ডাক্তারকে খুন করার পর এই চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনীর ব্যারাকে এসেছিল সঞ্জয় রায়। সেখান থেকেই কলকাতা পুলিশ প্রথম তাকে আটক করে। সঞ্জয় রায় একজন সিভিক পুলিশ। সঞ্জয় কিভাবে এই ব্যারাকে থাকার জায়গা পেল, তা নিয়েই উঠছে প্রশ্ন। কোন প্রভাবশালীর হাত রয়েছে! কার নির্দেশে তাকে এখানে থাকার জায়গা করে দেওয়া হয়েছিল! সেই বিষয়ে খোঁজ নিতেই সিবিআই আধিকারিকরা কলকাতা পুলিশের চতুর্থ সশস্ত্র আরক্ষ বাহিনীর হেড কোয়ার্টারে এসে পৌঁছেছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই আরজিকর কাণ্ডের তদন্তে সিকিউরিটি সুপারভাইজার-সহ ১০ জনকে তলব করেছে সিবিআই। ঘটনার রাতে কোন কোন রক্ষী কর্মরত ছিলেন। কার কোন কোন ফ্লোরে ডিউটি ছিল, তা জানতে ডিউটি রোস্টার নিয়ে সুপারভাইজারকে তলব করেছে সিবিআই। যে দুই অস্থায়ী নিরাপত্তারক্ষীকে আগেই হাসপাতালের তরফে সাসপেন্ড করা হয়েছিল, তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে।
খাস খবরে পাওয়া খবর অনুসারে, আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসক পলি সমাদ্দারকে জিজ্ঞাসাবাদেদের জন্য সিবিআই দফতরে ডাকা হয়েছে। সল্টলেক সিজিও কমপ্লেক্স হাজির হয়েছেন আরজিকরের চিকিৎসক পলি সমাদ্দার। শনিবার ১১:৫০ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে উপস্থিত হন তিনি।
পাশাপাশি, সল্টলেকে কলকাতা পুলিশের চতুর্থ সশস্ত্র আরক্ষ বাহিনী অর্থাৎ ফোর্থ ব্যাটালিয়নের হেড কোয়ার্টারে হাজির হন সিবিআই আধিকারিকরা। মূলত সঞ্জয় রায়ের সঙ্গে কাদের ঘনিষ্ঠতা ছিল, কিভাবে থাকত এখানে সেই সমস্ত বিষয় নিয়ে তদন্ত করতে হাজির হয়েছেন সিবিআই আধিকারিকরা।