কলকাতা: আপার প্রাইমারির নিয়োগ তালিকায় অসংগতির অভিযোগ ওঠায় গতবছর হাইকোর্টে মামলা করেছিলেন ৩০ জন মামলাকারী। সে প্রেক্ষিতেই এবার ৩০টি পদ ফাঁকা রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, ৩০টি পদে আপাতত নিয়োগ বন্ধ রাখা হোক। তবে বাকি পদে নিয়োগ করা যেতে পারে৷
আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় মামলাকারীদের পক্ষে আদালতে দাবি করেন যে নিয়োগ তালিকা অস্বচ্ছ। প্রশিক্ষণহীন প্রার্থীরাও সুযোগ পেয়ে গিয়েছেন। অথচ এই নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছেন যোগ্যরাই। বুধবার হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজকে এসএসসি-র আইনজীবী জানান, ৭০টি পদ খালি রয়েছে এখনও। তখনই বিচারপতি নির্দেশ দেন, “৩০টি পদ ছেড়ে বাকিগুলিতে নিয়োগ করুন”।
প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এসএসসি-তে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগে শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরীক্ষা ও চূড়ান্ত মেধাতালিকা তৈরির পর গতবছরের শুরু থেকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু হয়। তখনই বেশ কয়েকজন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং প্যানেলে একাধিক অসংগতি ছিল বলে অভিযোগও করেন।