নয়াদিল্লি: গোটা দেশের আজ নজর ছিল বাজেটের(Budget2024) দিকে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। এবারের লোকসভা নির্বাচনে বঙ্গে একেবারেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি। ১৮ থেকে আসন কমে দাঁড়িয়েছে ১২ তে। তাই গোটা দেশের পাশাপাশি রাজনৈতিক মহলেরও নজর ছিল বাংলার জন্য মোদী সরকার এই বাজেটে কিছু বরাদ্দ করে কিনা। হ্যাঁ, এবারে বাংলার দিকে বিশেষ নজর দিয়েছে কেন্দ্র। বাংলার উন্নয়নেও বিশেষ বরাদ্দ করা হয়েছে।
এবারের বাজেটে জোট শরিকদের হাত ভরে দিয়েছে বিজেপি সরকার। বাংলায় ভালো ফল না হলেও এবারে নজর দিয়েছে কেন্দ্র সরকার। বাংলার উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন অমৃতসর-কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হবে। বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “পূর্ব ভারতের উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ওড়িশা, অন্ধ্র প্রদেশের উন্নয়নের একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করা হচ্ছে পূর্বোদয় প্রকল্পের অধীনে।” এছাড়াও তিনি জানান গয়ায় তৈরি করা হবে ইন্ডাস্ট্রিয়াল নোড ।
শুধু কলকাতা নয়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাজেটে একাধিক সড়ক প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন পটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার-বাদলপুর এক্সপ্রেসওয়ে, বৌদ্ধগয়া-বৈশালী-দ্বারভাঙা এক্সপ্রেসওয়ে তৈরি হবে। তাছাড়াও ২৬ হাজার কোটি টাকা ব্যয়ে বক্সারে গঙ্গার উপর দুই লেনের সেতু তৈরি হবে। অন্ধ্রপ্রদেশের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ১৫ কোটি টাকা। পরে আরও টাকা দেওয়া হবে। পাশাপাশি বিহারের সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে ২৬ হাজার কোটি বরাদ্দ করেছে কেন্দ্র। নতুন ৩টি হাই রোড তৈরি হবে। এখানেই শেষ নয়, বিহারে ২৪০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজ এবং নতুন স্টেডিয়াম তৈরি হবে। কেবল বিহারের বন্যা নিয়ন্ত্রণে সাড়ে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।