কলকাতা : মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, কেন্দ্রীয় সরকার সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য ‘পদ্মভূষণ’ সম্মানে সম্মনিত করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। কিন্তু এই খবর সামনে আসার কিছুক্ষণের মধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্য বিবৃতি দিয়ে জানিয়ে দেন তিনি ‘পদ্মভূষণ’ সম্মান প্রত্যাখ্যান করছেন।
আরও পড়ুন : Buddhadeb Bhattacharya Refuse Padma Bhushan : জ্যোতির পথে হাঁটলেন বুদ্ধ, ফেরালেন ‘পদ্মভূষণ’
বিবৃতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন “পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি”। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য কেন প্রত্যাখ্যান করলেন ‘পদ্মভূষণ’, তা নিয়ে সামাজিক মাধ্যমে বিভাজিত নেটিজেনরা। কেউ কেউ এই প্রসঙ্গে তুলে আনছেন জ্যোতি বসুর প্রসঙ্গ। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার জ্যোতি বসুকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ দিতে চাইলে তা ফিরিয়ে দিয়েছিলেন জ্যোতি বসু। সেই সময় সিপিএমের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল, কমিউনিস্টরা মানুষের মধ্যেই বেঁচে থাকে, তাদের আলাদা করে কোথাও কোনও পুরস্কারের প্রয়োজন নেই।
আরও পড়ুন : Padma Bhushan : “আমাদের গীতশ্রীই ভালো” কেন লিখলেন কবি শ্রীজাত
আবার কেউ কেউ দাবি করছেন, সাম্প্রদায়িক বিজেপি সরকারের থেকে পুরস্কার নিতে নেই বরং তারা বুদ্ধদেব ভট্টাচার্যরই একটি পুরনো বক্তব্যকে হাতিয়ার করে বলছেন, “দাঙ্গাবাজদের মাথা ভেঙে গুড়িয়ে দিতে হয়”। কিন্তু গতকাল রাত্রি থেকে যে কারণটি সামনে এসেছে সবচেয়ে জোরাল ভাবে, তা আজ থেকে ২১ বছর আগের বুদ্ধদেব ভট্টাচার্যর একটি পুরনো সাক্ষাৎকারের অংশ। সেই সাক্ষাৎকারে বুদ্ধদেব বলছেন, “প্রলোভন জিনিসটা কি ঠিক আমি জানিনা, বাবা একটা কথা বলতেন, উপনিষদের কথা তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্য স্বিদ্ধনম। অর্থাৎ কোনও কিছুর সুযোগ পেলাম কিন্তু সেটা আমি গ্রহণ করলাম না, এতেই আমার আনন্দ”।