Home Breaking News BREAKING: এখনই গড়াচ্ছে না লোকাল ট্রেনের চাকা, ফের ১৫ দিন বিধিনিষেধ বাড়ল...

BREAKING: এখনই গড়াচ্ছে না লোকাল ট্রেনের চাকা, ফের ১৫ দিন বিধিনিষেধ বাড়ল রাজ্যে

0

 

খাস খবর ডেস্ক: কোভিড নিয়ন্ত্রণে থাকলেও এখনই ঝাড়া হাত-পা হওয়ার উপায় নেই। ফের ১৫দিন কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়াল রাজ্য৷ বুধবার সকালেই নবান্ন থেকে ঘোষণা করা হল, এখনই গড়াচ্ছে না লোকাল ট্রেনের চাকা। আগামী ৩০ সেপ্টেম্বর অবধি কোভিড বিধিনিষেধ বলবৎ থাকবে৷

আরও পড়ুন, কথা রাখছেন মুখ্যমন্ত্রী: আজ থেকেই দুয়ারে রেশন

বুধবার সকালেই নতুন নির্দেশিকা জারি করে নবান্ন৷ জানানো হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বিধিনিষেধ বাড়ানো হয়েছে ১৫ দিন। নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর অবধি নাইট কার্ফু বজায় থাকছে। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা সহ সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নাহলে ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে। দেশে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই কোভিডবিধি জারি হয়েছে রাজ্যে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ায় তা শিথিলও করা হয়েছে। তবে এখনও জনসাধারণের জন্য চালু হয়নি লোকাল ট্রেন পরিষেবা।

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। যাকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীদের প্রশ্ন, কোভিড আবহে ভোট করা গেলে লোকাল ট্রেন বন্ধ কেন? তবে সরকার অনড় রয়েছে নিজেদ্রত অবস্থানে। এখনও লোকাল ট্রেন চালানোয় অনুমতি দেয়নি তারা৷

Exit mobile version