
কলকাতা: বুধবারে রাজারহাটে হঠাৎই বোমাতঙ্ক। রাজারহাটের নৈপুকুরে সিপিআইএমের পার্টি অফিসের পাশে একটি পরিত্যক্ত সুটকেশ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ঠিক পাশেই সিপিআইএমের প্রাক্তন উত্তর ২৪ পরগণা জেলা সভাধিপতি অপর্ণা গুপ্তের বাড়ি। সেই বাড়ির পাঁচিলের মধ্যেই পড়েছিল ওই সুটকেশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রাজারহাট থানার পুলিশ এবং বিধাননগর বোম স্কোয়াড।
ওই সুটকেস পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় রাজাহাট থানায়। এরপরই সেখানে এসে পৌঁছায় রাজারহাট থানার পুলিশ। যদিও ঘটনাস্থলে এসে পুলিশ আধিকারিকরা আর সময় নষ্ট না করে বিধাননগর বোম স্কোয়াডকে খবর দেয়। তখন সেখানে বিধাননগর বোম স্কোয়াড এসে পৌঁছে যায়।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হেনস্থা, শোকজ তৃণমূল নেতাকে
আপাতত ওই সুটকেসে কি আছে তা জানার চেষ্টা করছে বোম স্কোয়াড আধিকারিকরা। ইতিমধ্যেই বিধাননগর বোম স্কোয়াড ওই জায়গা ভালো করে পর্যবেক্ষণ করছে। এবং সুটকেস থাকা ওই জায়গাটি ভালভাবে দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যাতে কোনও বড়সড় দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়।