‘আমি এলি-তেলি, গঙ্গারামদের কথার জবাব দিই না’, প্রজাপতি প্রসঙ্গে কুণালকে কটাক্ষ মিঠুন চক্রবর্তীর

0
67
Mithun Chakraborty

কলকাতা:“আমি এলি-তেলি, গঙ্গারামদের কথার জবাব দিই না”। প্রজাপতি প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কুণাল ঘোষের নাম না নিয়েই এই ভাবতেই কটাক্ষ করলেন তিনি। ভোট প্রচারে ত্রিপুরায় যাবেন মঙ্গলবার। সেই সূত্রেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে এই দায়িত্ব পাওয়ার পরই মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছলেন বলিউড অভিনেতা ও বিজেপি লিডার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

এদিন কলকাতায় নেমে বলিউড অভিনেতা ও বিজেপি লিডার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বলেন, “আমাকে দিল্লি থেকে বলা হয়েছে, তাই ত্রিপুরায় যাচ্ছি।” পাশাপাশি “প্রজাপতি” প্রসঙ্গে তিনি বলেন, “আমার মৃত্যু পর্যন্ত আর কেউ প্রজাপতি’র টিআরপি নামাতে পারবে না। আর ওই এলি-তেলি, গঙ্গারামদের কথার জবাব দিই না আমি।” বিজেপি নেতার (Mithun Chakraborty) এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন-রাজ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির পরামর্শ পাওয়ার কর্পোরেশনের, বাড়বে সংসার খরচ

জানা গিয়েছে, এদিন সন্ধ্যাতে বলিউড অভিনেতা ও বিজেপি লিডার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) পৌঁছবেন ত্রিপুরায়। বুধবার ত্রিপুরাতে তেলিয়ামুড়ায় বিজয় সঙ্কল্প মিছিলে উপস্থিত থাকবেন তিনি। বুধবারই মজলিশপুর মণ্ডলে ‘জন বিশ্বাস র‌্যালি’তে ও থাকবেন মিঠুন (Mithun Chakraborty)।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

প্রসঙ্গত, রাজনৈতিক ভাবে বিপরীত মেরুর বাসিন্দা দুই অভিনেতা দেব ও মিঠুন (Mithun Chakraborty)। একজন ঘাসফুল, আর অন্যজন গেরুয়া শিবির। তবে রাজনৈতিক ভাবে দুই মেরু হলেও তাঁদের শৈল্পিক কাজের ক্ষেত্রে কখনই কোনও বাধা আনেনি, এমনটাই আগেই জানিয়েছিলেন দুই অভিনেতা। তার ফলেই বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগেই যখন রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী, তখনই দেব-মিঠুন (Mithun Chakraborty) অভিনীত ছবি ‘প্রজাপতি’ মুক্তি পেয়েছে রাজ্যে। যদিও বাকি সব জায়গা থেকেই এই ছবি ‘প্রজাপতি’ এখনও পর্যন্ত ভাল সাড়া মিলেছে। কিন্তু মাল্টিপ্লেক্সের তুলনায় নন্দনে টিকিটের দাম অনেকটা কম হওয়ায় বেশিরভাগ লোকজনই সেখানেই ছোটেন সিনেমা দেখতে। তবে এইবার ঐতিহ্যের নন্দনেই কেন জায়গা পেল না বাংলা এই ছবিটি, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।