‘মুখ্যমন্ত্রীর হাত ধরে দুজনে ঝাঁপ দেবেন’, অখিলেশের কলকাতা সফরকে কটাক্ষ 

0
50

কলকাতা: দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকালেই কলকাতায় পা দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব (Samajwadi Party Supremo Akhilesh Yadav)। লোকসভা নির্বাচনের আগে ফের একসঙ্গে কেন্দ্র বিরোধী জোট, ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে অখিলেশের কলকাতা সফরকে কটাক্ষ করতে ছাড়েনি বাংলার বিরোধী দল বিজেপি (BJP)।

এদিন সল্টলেকে সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য সমাজবাদী পার্টি সুপ্রিমোর কলকাতা সফর নিয়ে বলেন, “মানুষ তৃণমূল কংগ্রেসকে তিনবার গ্রহণ করেছেন। অখিলেশ যাদবকে গ্রহণ করে আবার প্রত্যাখ্যান করেছে। লোকসভা নির্বাচনের আগে এই ধরনের নেট প্র্যাক্টিস চলে। কিন্তু এরা কেউ মাঠে নামতে পারবে না।”

- Advertisement -

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদী নয়, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি পরিবর্তনে বিশেষ এক মানুষের নাম নিলেন CDS অনিল চৌহান

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee) এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একযোগে নিশানায় এনে কটাক্ষ করে বলেন, “অখিলেশ যাদবকে উত্তরপ্রদেশের জনতা বেনারসের ঘাটে ডুবিয়ে দিয়েছে। এবার উনি কলকাতায় এসেছেন, মুখ্যমন্ত্রীর হাত ধরে একসঙ্গে গঙ্গাসাগরে ঝাঁপ দেবেন।”

আরও পড়ুন: Soma Chakraborty : কুন্তলের দেওয়া টাকা ফিরিয়ে মুখ খুললেন সোমা, কী জানালেন বিউটি পার্লার ব্যবসায়ী