কলকাতা: নন্দীগ্রামের কায়দায় এবার মহানগরী তিলোত্তমার বুকেও ভিন রাজ্যের দুষ্কৃতীদের জড়ো করছে বিজেপি৷ উদ্দেশ্য, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ভোট লুঠ করা৷ বুধবার সন্ধেয় যাদবপুরে দলীয় নির্বাচনী সভা থেকে এমনই বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: west bengal assembly election 2021 অধীরের পরস্পর বিরোধী মন্তব্যকে কেন্দ্র করে জোর জল্পনা
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‘কলকাতার কোনও হোটেল খালি নেই৷ সব হোটেল বুক। ভোটের আগে ভিন রাজ্য থেকে দুষ্কৃতীদের এনে হোটেলে ঢুকিয়ে রেখেছে বিজেপি৷’’ এবিষয়ে কমিশনকে জানানো সত্ত্বেও তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন না বলেও উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: ব্যক্তিস্বার্থে সরকারি পুকুরের মাছ বিলিয়েছেন মন্ত্রী, তদন্তের দাবি অনির্বাণের
মমতার কথায়, ‘‘জানে মানুষ ওদের পাশে নেই৷ তাই টাকা ছড়িয়ে, বাইরে থেকে গুন্ডা এনে ভোট লুঠের চেষ্টা হচ্ছে৷’’ ঘটনাচক্রে বুধবারও প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, প্রথম তিন দফউায় ৯১টি আসনের মধ্যে তাঁরা ৬৩ থেকে ৬৮টি আসনে জয়ী হবেন৷ একই দাবি শোনা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীর মুখেও৷ এদিন তাঁর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল নেত্রী৷ তাঁর প্রত্যয়ী দাবি, ‘‘আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রথম তিন দফায় ওরা খুব ভাল ফল করলেও ২৫ থেকে ৩০টির বেশি আসন পাবে না৷ সেটা ওঁরাও ভাল করে জানে৷ আসলে মানুষকে বিভ্রান্ত করতে ওরা এই মিথ্যে প্রচার শুরু করেছে৷’’
আরও পড়ুন: west bengal assembly election 2021 বিজেপির মিছিলে জয় শ্রীরামের পরিবর্তে আলা হু আকবর ধ্বনি
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে প্রথম দু’দফার ভোটে এগিয়ে থাকার কথা বিজেপির৷ বিশেষত, জঙ্গলমহলে গেরুয়া ঝড়ে কার্যত বিধ্বস্ত হাল হয়েছিল শাসকদলের৷ গেরুয়া শিবিরের দাবি, সেই ধারা এবারে আরও বেশি করে বজায় থাকবে৷ যদিও তৃণমূল শিবিরের পাল্টা দাবি, লোকসভার পুনরাবৃত্তি হবে না বিধানসভায়৷ মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে বিজেপি কি জিনিস৷ তাই মানুষ আর ওদেরকে ভোট দেবে না৷ এরপরই তিনি দাবি করেন, ‘‘ওরা বুঝতে পারছে, বাংলায় জনভিত্তি তৈরি নেই৷ তাই টাকা ছড়িয়ে গুন্ডা এনে ভোট লুঠের চেষ্টা করছে৷’’