কলকাতা: ২৪ ঘণ্টা আগে ভোট মিটেছে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে৷ বুধবার সন্ধেয় সেখানকারই তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রীকে ঘিরে ধরে মারধরের অভিযোগ উঠল৷ ঘটনায় অভিযোগের তির গেরুয়া শিবিরের দিকে৷ যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি৷ বুধবার সন্ধ্যায় রাজারহাটের ঘটনা৷ লাঠির ঘায়ে মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি গিয়াসুদ্দিন মোল্লা৷ মন্ত্রীর পাশাপাশি হামলার ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূলের আরও পাঁচ কর্মী৷
আরও পড়ুন: west bengal assembly election 2021 ভোটের মুখে দলকে পথে বসিয়ে বিজেপিতে অমল
ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে ঘটনার পর ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফলে পরিস্থিতি হয়ে ওঠে অগ্নিগর্ভ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে উস্তি থানার পুলিশ৷ আসে দমকলের একটি ইঞ্জিনও। তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে৷ তবে এলাকায় রয়েছে তীব্র উত্তেজনা৷
আরও পড়ুন: west bengal assembly election 2021 সরকার গড়তে কেন ২০০টি আসন প্রয়োজন, ব্যাখ্য দিলেন মমতা
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে উস্তি থানার দিয়ারক এলাকায় আইএসএফ কর্মী সুভান শেখ এবং এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূলের বাহিনী৷ নেতৃত্বে ছিলেন গিয়াসুদ্দিনের ছেলে৷ এমনকি বুধবার সকালে আক্রান্ত কর্মীদের বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে দেখা করে ফেরার পথে ফের গিয়াসুদ্দিনের ছেলের দলবলের হাতে আক্রান্ত হন বিজেপি নেতারা। অভিযোগ, তাঁদের লক্ষ্য করে ছোঁড়া হয় বোমাও৷
এরপরই পাল্টা হিসেবে এদিন রাজারহাট এলাকায় গিয়াসউদ্দিনের গাড়ি ঘিরে ফেলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, দু’পক্ষের বচসার মাঝে গিয়াসউদ্দিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। এরপরই পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ জখম হন আরও পাঁচ তৃণমূল কর্মী৷ হাসপাতালের বেডে শুয়ে গিয়াসউদ্দিন বলেন, ‘‘পরাজয় নিশ্চিত বুঝেই বিজেপি এবং আইএসএফ সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাইছে৷ ওদের আক্রমণ থেকে আমিও রেহাই পেলাম না৷ পুলিশে অভিযোগ জানিয়েছি৷ আশাকরি অপরাধীদের গ্রেফতার করা হবে৷’’ যদিও বিজেপির পাল্টা দাবি, বিজেপির তরফে কোনও হামলা হয়নি৷ ওরাই হামলা চালাচ্ছিল৷ নিজেদের হামলায় নিজেরাই জখম হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে৷