কলকাতা: মঙ্গলবারের বাজেটের পরেই হু হু করে কমছে সোনার দাম। লোকসভা নির্বাচনের পরে প্রথম কেন্দ্রীয় বাজেটে সোনার ওপরে ৬ শতাংশ আমদানি শুল্কের ওপর ছাড় ঘোষণা করেছেন নির্মলা সীতারমন। এরপরেই সোনা-রুপোর দাম কমার খবর সামনে এসেছে। এবার বৃহস্পতিবারে কত যাচ্ছে সোনা-রুপোর দাম! জেনে নিন বিস্তরে।
বৃহস্পতিবার সোনার দাম গ্রাম প্রতি আরও কমেছে গতকালের থেকে। এখন ২৪ ক্যারাট সোনার দাম কমে হয়েছে এখন ৬৮৩৭ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৫২৯ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য দাম পাবেন ৬২২২ টাকা।
আবার ১৮ ক্যারাট সোনার দাম(Gold Price Today) আজ হয়েছে ৫৩৬৭ টাকা। বৃহস্পতিবারের বাজারে রুপোর দাম প্রতি কেজিতে ৮২ হাজার ৩৪৯ টাকা। রুপোর দাম আজ আবার কমে গিয়েছে অনেকটা। সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
প্রসঙ্গত, ভারত হল সোনার বাজার হিসেবে বিশ্বের দ্বিতীয় দেশ। সোনার ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা বলছেন, ক্রেতাদের মধ্যে ভারী গয়না কেনার প্রবণতাও বেড়েছে। কিছুদিন আগেই ১০ গ্রাম সোনার দাম প্রায় ৭৪,০০০-এ পৌঁছে গিয়েছিল। ফলে সোনা মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছিল। ব্যবসায়ীরা বলছেন, কোথাও কোথাও ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে চাহিদা। কারিগরদের ছুটি পর্যন্ত বাতিল করে দিতে হয়েছে। সামনেই আসছে উৎসবের মরশুম। কয়েক মাস পরই দেশ জুড়ে পালিত হবে, দুর্গা পূজা, নবরাত্রি, দীপাবলির মতো উৎসব। সেই সময় পর্যন্ত সোনার চাহিদা এমনই বেশি থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।