23 C
Kolkata
Tuesday, January 14, 2025
Home কলকাতা রবীন্দ্রনাথকে খুন করছে বিশ্বভারতী, তোপ বাংলাপক্ষের

রবীন্দ্রনাথকে খুন করছে বিশ্বভারতী, তোপ বাংলাপক্ষের

সৌমেন শীল, কলকাতা: প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরকে খুন করছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই ভাষাতেই রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষক আক্রমণ করল বাংলাপক্ষ। বাঙালি জাতীয়রাবাদি সংগঠনের পক্ষ থকে এই অভিমত পোষণ করেছেন বাংলাপক্ষের নেতা কৌশিক মাইতি।

- Advertisement -

ঘটনার সূত্রপাত, বিশ্বভারত বিশ্ববিদ্যালয়ের উপাসনা সঙ্গীত ঘিরে। চলতি সপ্তাহে সাপ্তাহিক উপাসনা সঙ্গীত হিন্দিতে গাওয়া হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। যহ্ন এই উপাসনা সঙ্গীত গাওয়া হয় তখন উপাসনাগৃহে উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আচার্যের জন্য বিশেষ আসন সংরক্ষিত থাকে। সেই আসনে সেই সময়ে আসীন ছিলেন অধ্যাপিকা মঞ্জুরানি সিংহ।

আচার্যের বেদিতে থাকা মঞ্জুরানি সিংহ হিন্দি বিভাগের অধ্যাপিকা। তিনি বাংলাভাষা সম্পর্কে বিশেষ অবগত নন। সেই কারণে হিন্দিতেই নিজের বক্তব্য পেশ করেন মঞ্জুরানিদেবী। তাঁর বক্তব্যের শেষে দু’টি রবীন্দ্র সঙ্গীত গাওয়া হয়। মঞ্জুরানিদেবীর বোঝার সুবিধার্থে বাংলা রবীন্দ্র সঙ্গীত গাওয়া হয় হিন্দিতে। রবি ঠাকুরের লেখা ”ধ্বনিল আহ্বান…’ এবং ‘ওই আসন তলে…’ গান দু’টি গাওয়া হয় হিন্দিতে।

- Advertisement -

আচমকা সিদ্ধান্ত নয়। হিন্দিতে রবীন্দ্র সঙ্গীত গাওয়ার জন্য রীতিমতো অনুশীলন করেছিল বিশ্বভারতীর পড়ুয়ারা। খুব স্বাভাবিকভাবেই বিষয়টিতে অবাক হয়েছিলেন তাঁরা। প্রশ্নও করা হয়েছিল সঙ্গীত ভবনের সেই সকল পড়ুয়াদের পক্ষ থেকে। সম্পূর্ণটাই কর্তৃপক্ষের নির্দেশ বলে চেপে যাওয়া হয়েছিল বলে জানিয়েছেন হিন্দিতে রবিন্দ্র সঙ্গীত গাওয়া বিশ্বভাতী বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া।

এই নিয়েই বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছে বাংলাপক্ষ। ওই সংগঠনের নেতা কৌশিক মাইতি বলেছেন, “হিন্দিতে রবীন্দ্র সঙ্গীত গেয়ে বিশ্বভারতী শুধু বাংলা ভাষা নয়, রবীন্দ্রনাথ ঠাকুরকেও খুন করেছে। তাঁর নিজের তৈরি করা তাঁর নিজের শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে খুন করা হচ্ছে।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “বাংলায় লেখা রবীন্দ্র সঙ্গীত হিন্দিতে গাওয়া হচ্ছে তাও আবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপসনায়। এভাবে হিন্দি সাম্রাজ্যবাদ বাংলা ভাষাকে খুন করছে।” এই হিন্দি সাম্রাজ্যবাদ সকল অহিন্দি জাতির থেকে সবকিছু কেড়ে নিচ্ছে।

এই জটিলতা থেক মুক্তি পাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ করা। এমনই জানিয়েছেন কৌশিক মাইতি। তাঁর কথায়, “হিন্দি সাম্রাজ্যবাদ থেকে মুক্তি পেতে সকল অহিন্দি জাতিকে রাজনৈতিক এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের নামতে হবে। হিন্দি-উর্দু সাম্রাজ্যবাদকে ভারতের মাটি থেকে উৎখাত করা না গেলে বাঙালিসহ প্রতিটি অহিন্দি জাতির সমস্যা আরও বাড়বে। আমরা বাংলাপক্ষ বাংলার জন্য লড়ছি এবং ভারত জুড়ে অহিন্দি জাতির লড়াই হচ্ছে আমরা সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের অংশ।”

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

২০২৫-এর ছুটির তালিকা, জেনে নিন একনজরে

কলকাতা: নতুন বছরে ছুটির তালিকা ঘোষণা করেছে রাজ্য সরকার৷ তালিকায় যেমন রয়েছে কেন্দ্রীয় সরকারি ছুটি (এনআই অ্যাক্ট অনুযায়ী), তেমনই রাজ্যেরও সরকারি ছুটিও৷ একনজরে জেনে...

যৌন তৃপ্তি ও কামসূত্র  

খাস ডেস্ক : যৌন সঙ্গম নয় যৌন তৃপ্তি নিয়েই কামসূত্র। সঙ্গম একটি শারীরিক ক্রিয়া, যেকোনো কেউ তাতে লিপ্ত হতে পারেন। কিন্তু তৃপ্তি বা pleasure...

এই বিশেষ দিনেই দিল্লি থেকে শ্রীনগর প্রথম ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

খাস ডেস্কঃ রেলপথ ভারতের অন্যতম সংযোগের মাধ্যম। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব অনেকেটাই কমিয়ে দিয়েছে ভারতীয় রেল। এবার ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে...

বিশ্বের বৃহত্তম পর্ণ সাইট ‘পর্ণহাব’ বন্ধ করার জন্য জারি পিটিশন

ক্যালিফোর্নিয়া: মোট ১৯২ টি দেশ মিলে পর্নহাব বন্ধ করার দাবি তুলল। পাচারের বিরোধিতা করা বিশেষজ্ঞ লায়লা মাইকেলোয়েটের ‘ট্র্যাফিকিংহাব’ নামক পিটিশন দাখিল করেছে। এই পর্ণহাব...

খবর এই মুহূর্তে

বিদেশে গেলে স্ত্রীদের কাছে পাবেন না কোহলিরা? নতুন নিয়ম আনতে পারে BCCI

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে জোড়া ধাক্কার পর নয়া ফরমান জারি করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যার জেরে কোপ পড়তে পারে ক্রিকেটারদের...

চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসরে রোহিত! টিম ইন্ডিয়ার নয়া নেতা কে?

স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma) কবে অবসর নিচ্ছেন? সাম্প্রতিক কালে এটাই ছিল ক্রিকেট দুনিয়ার সবথেকে বড় চর্চার বিষয়। অবশেষে সেই সময় আসন্ন। একটি...

গৃহপালিত পশুর উপর হামলা, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বাঘ, বন্ধ করা হল স্কুল

খাস ডেস্কঃ ঘুরে বেড়াচ্ছে বাঘ। মারছে গৃহপালিত পশুদের। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক আতঙ্ক। কোনও রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেই...

টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে চলছেন রো-কো! বোর্ড সচিবের মন্তব্যে জল্পনা শুরু

স্পোর্টস ডেস্ক: মাত্র ছয় মাসেই কতকিছু বদলে যায়। ২০২৪ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে দেশকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন...