কলকাতা: সংসদে বাংলা নিয়ে ভাগাভাগির দাবির পরেই পশ্চিমবঙ্গের শাসকদল সুর চড়া করেছে। এখনও বঙ্গ ভাগের ইস্যু নিয়ে জট কাটছে না। আগেও বঙ্গ ভাগের এই ইস্যু নিয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) পরিষ্কার জানালেন তিনি বাংলা ভাগ মানছেন না।
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) জানিয়েছেন, “বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে। কখনও সাংসদ কখনো মন্ত্রী কখনো বিধায়ক এই দাবি করছেন। তাঁদের গলায় নানা রকম প্রস্তাব উঠছে। আমি বলছি এই নিয়ে যা বলার বিধানসভায় এসে বলুন। এখানে আলোচনা হোক এবং ভোটাভুটি হোক। কোনও ভাবেই আমরা বাংলাকে ভাগ হতে দেব না। বিজেপির এই চক্রান্ত আমাদের রুখতেই হবে।”
বিধানসভায় সোমবার রীতিমতো হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাংলাকে তো কিছু দেবেন না। ক্ষমতা থাকলে ভাগ করে দেখান। অনেক সহ্য করেছি আর করব না।” তিনি আরও বলেন, “উত্তরবঙ্গের সমস্ত উন্নয়ন আমরা করেছি। আর ভোটের সময় বিজেপি খালি ভাগের রাজনীতি করে। গোর্খাল্যান্ড, কামতাপুরী! উত্তরবঙ্গ আলাদা এই দাবি শুধু ভোটের সময় এদের গলায় শোনা যায়।”
প্রসঙ্গত, বিগত কিছু দশক ধরেই বঙ্গ ভাগ করেআলাদা আলাদা রাজ্য তৈরির দাবি উঠেছিল। কখনও গোর্খাল্যান্ড কখনও আবার কামতাপুরী। এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি রাজ্যভাগের কথা না বললেও উন্নয়নের জন্য উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করার দাবি করেছেন। আবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বাংলার মালদহ এবং মুর্শিদাবাদকে আলাদা করার প্রস্তাব দিয়েছেন। আরও এক ধাপ এগিয়ে মুর্শিদাবাদ জেলার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও মালদা-মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠিও পাঠিয়েছেন বলে দাবি তাঁর।