
পলাশ নস্কর, কলকাতা: বেহাল সল্টলেকের রাস্তা৷ রাস্তা জুড়ে হাজারও খানা খন্দ৷ বারংবার সমস্যার কথা জানিয়েও সুরাহা না হওয়ায় এবার রাস্তায় মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ বিজেপির। সেই প্রতিবাদকে ঘিরে বুধবার সকালে তুলকালাম পরিস্থিতি তৈরি হল কলকাতার হাই প্রোফাইল এই তল্লাটে৷ পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পরে বিশাল পুলিশ বাহিনী এসে আন্দোলনকারীদের আটক করে৷ পুরো ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে সল্টলেকের বিভিন্ন রাস্তা জরাজীর্ণ, খানাখন্দে ভরে রয়েছে। কর্পোরেশনের তরফ থেকে সেগুলি সারাইয়ের কোন হেলদোল নেই। সেই কারণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই বিজেপি তরফ থেকে এই অভিনব প্রতিবাদের পদ্ধতি বেছে নেওয়া হয়। আজ তারা সল্টলেকের বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের সামনে যে বেহাল রাস্তা রয়েছে সেই রাস্তায় জ্যান্ত মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ শুরু করে৷
কর্মব্যস্ত সময়ে সল্টলেকের জলবহুল রাস্তায় গেরুয়া শিবিরের অভিনব কর্মসূচি ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়৷ অভিনব প্রতিবাদ কর্মসূচির জেরে রাস্তার দু’দিকে আটকে পড়ে যানবাহন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ পুলিশ তাঁদের সরে যেতে বললে শুরু হয় বচসা৷ এরপরই পুলিশ তাঁদের আটক করতে গেলে পুলিশ এর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা৷ সবমিলিয়ে তুলকালাম কাণ্ড বেঁধে যায় এলাকায়৷ পরে পুলিশ আন্দোলনকারীদের আটক করে যান চলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুন: আটার মধ্যে বালি, গ্রামে গিয়ে বেকায়দায় মমতার রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না