কলকাতা: কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা জমে আছে অনেক। এই অভিযোগ বারবার তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক চিঠিও দিয়েছেন কেন্দ্রকে। সম্প্রতি আরও একবার বকেয়া টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। বকেয়া টাকার পরিমাণ ৫০ হাজার কোটি টাকা। এবার সেই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ো। কেন্দ্রের তরফে টাকা দেওয়া হলেও তার অধিকাংশ টাকা পরে আছে। সে টাকা নেয়নি রাজ্য। কিছু পরিসংখ্যানও তুলে ধরেন তিনি।
শুক্রবার কলকাতার বিজেপির সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন বাবুল। মুখ্যমন্ত্রীর ৫০ হাজার কোটি বকেয়া টাকা চেয়ে পাঠানো চিঠি নিয়ে বাবুল বলেন, “অনেক টাকা কেন্দ্র দিয়ে দিলেও সেই টাকার বেশিরভাগ টাকাই পড়ে আছে।” তিনি হিসাব দেখান, “বন্যপ্রাণীর কবলে প্রাণ হারানো মানুষের জন্য বকেয়া আড়াই কোটি টাকা কেন্দ্র দিয়েছে। তারমধ্যে ১ কোটি ১১ লক্ষ টাকা নিয়েছে রাজ্য বাকি টাকা নেয়নি।”
পাশাপাশি বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ টাকাও পড়ে আছে কেন্দ্রের কাছে। এমনই পাল্টা অভিযোগ করেন বাবুল সুপ্রিয়ো। তিনি বলেন, “২০১০ থেকে ২০১৪ পর্যন্ত গঙ্গা পরিষ্কার ও গঙ্গায় আবর্জনা না ফেলার ১০টি প্রকল্প বাবদ ১৪০০ কোটি টাকা রাজ্য পেয়েছে। তার মধ্যে ৯৯৩ কোটি টাকা নেওয়ার পরে আর কোনো টাকা নেওয়া হয়নি। তারপরে ২০১৪-২০১৮ পর্যন্ত এই একই কারণে ৩৮টি প্রকল্পের জন্য রাজ্যকে ২৮০০ কোটি টাকা দেওয়া হয়। তার কোনো টাকাই এখনও পর্যন্ত নেয়নি রাজ্য। কোনো টেন্ডার এখনও পর্যন্ত পেশ করতে পারেনি রাজ্য।”
কেন্দ্র-রাজ্য তর্জা সবসময় লেগেই আছে। এমনকি এদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়েও মুখ খোলেন বাবুল। রাজ্যের তরফে ৪ বছর এই প্রকল্প থমকে গিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি রাজ্যকে জমি দেওয়ার জন্যও ধন্যবাদ জানান তিনি।