চলে গেলেন অভীক দত্ত
সবাইকে ছেড়ে চলে গেলেন সংবাদিকতা জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব অভীক দত্ত। আজ সকাল ৬:২০ নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘গণশক্তি’ পত্রিকার প্রাক্তন সম্পাদক এবং সিপিএম রাজ্য কমিটির এই বিশিষ্ট সদস্য। মাত্র ৫৭ বছর বয়সেই নিভে যায় এই সাংবাদিকের জীবন প্রদীপ। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে লড়াইয়ের পর জীবন যুদ্ধে হার মানলেন তিনি। অভীক দত্তর মৃত্যুতে শোকের ছায়া সাংবাদিক মহলে।
দীর্ঘ সাংবাদিকতার কেরিয়ার বেশ উজ্জ্বল অভীক দত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত অভীক দত্ত ‘গণশক্তি’ পত্রিকার সঙ্গেই কেরিয়ারের সবচেয়ে বেশি সময় ধরে যুক্ত ছিলেন। সেইসঙ্গে সিপিএমের সক্রিয় সদস্য থেকে রাজ্য কমিটির সদস্য। সাংবাদিকতা এবং সংগঠনের কাজ দু’টোই অত্যন্ত পারদর্শিতার সঙ্গে চালিয়ে গিয়েছেন। ২০১৭ সালের জানুয়ারি মাসে ‘গণশক্তি’র সম্পাদক পদে উত্তীর্ণ হন তিনি।
তাঁর চিকিৎসায় উদ্যোগী হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি অভীকবাবুর শারীরিক অবস্থার খোঁজখবর রেখেছেন নিয়মিত। এক বছর ধরে জীবনযুদ্ধে অবশেষে হার। অভীক দত্তের স্ত্রী এবং একমাত্র ছেলে বর্তমান। তাঁর মৃতদেহ হাসপাতাল থেকে প্রথমে বাড়ি নিয়ে যাওয়া হবে। বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে। আলিমুদ্দিন থেকে মৃতদেহ প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে। সাংবাদিক হিসেবে কর্মজীবনে যাঁরা তাঁর সান্নিধ্য পেয়েছেন, তাঁরা সকলেই একবাক্যে স্বীকার করেন যে অভীক দত্তর মতো দক্ষ, মেধাবী সাংবাদিকের কাছ থেকে শিক্ষণীয় ছিল অনেক বিষয়ই।