কলকাতা: একদিকে আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। এমনকি ন্যায়বিচারের দাবির স্বর শোনা গিয়েছে আন্তর্জাতিক স্তরেও। আন্দোলনের ঝড় উঠেছে সারা বাংলা জুড়ে। এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী(Mamata banerjee) আগেই ফাঁসির আইন আনতে বিধানসভার অধিবেশন ডাকার কথা জানিয়েছিলেন। সেই কথামতোই, ধর্ষকের ফাঁসির আইন আনতে আজ, সোমবার থেকে বিধানসভায় শুরু দুদিনের বিশেষ অধিবেশন।
২ সেপ্টেম্বর ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড’ বিলের খসড়া বণ্টন করা হয়েছে বিধায়কদের মধ্যে। মঙ্গলবার বিল নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। সোমবার অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে।
এই বিলের নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা উইম্যান অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিন্যাল লস সংশোধনী বিল ২০২৪’। এই বিল মঙ্গলবার আসতে চলেছে। তার আগে সোমবার বিধায়কদের খসড়া দেওয়া হয়। ধর্ষণ বিরোধী আইনকে আরও কঠোর করতে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। আজ বিশেষ কমিটির বৈঠকে স্থির হবে, মঙ্গলবার এই বিল নিয়ে কতক্ষণ আলোচনা চলবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ২ ঘণ্টা ধরে আলোচনা চলবে। তাতে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখবেন, নিজের মত ব্যক্ত করবেন বিরোধী দলনেতাও।
উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ধর্ষণ বিরোধী বিল আনার পক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেন। তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রের সরকার যদি এই বিল না আনে, তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে এই আইন নিয়ে আসতে বাধ্য করব দিল্লির সাংসদদের। প্রত্যেক সাংসদের অধিকার আছে, প্রাইভেট মেম্বার বিল মুভ করিয়ে সেটা বিল হিসাবে আইনসভায় পাশ করিয়ে আইন তৈরি করার। বাংলার মানুষ আমাকে এই অধিকার দিয়েছে।” এবার সেই কথামতোই বিধানসভায় বিলে পাশের ব্যবস্থা শুরু করা হল।