গ্রেফতারি এড়াতে সময় চেয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে চিঠি অনুব্রতর

0
21
anubrata mandal

কলকাতা: জোড়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে শর্ত দিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআইয়ের মুখোমুখি হতে কিছু সময় চেয়ে নিয়েছেন তিনি।

আরও পড়ুন: গণ্ডগোলে কারও মৃত্যু হলে দায় কার, বিশ্বভারতীতে শান্তি ফেরাতে দায়ের জনস্বার্থ মামলা

- Advertisement -

সোমবার তৃণমূল নেতার তরফে নিজাম প্যালেস এবং সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে চিঠি তদন্তকারীদের চিঠি দিয়ে জানানো হয়, আগামী ২১ মে-র পর যেকোনও দিন জিজ্ঞাসবাদের জন্য প্রস্তুত। যদিও তদন্তকারী দল এই আবেদন মেনে নিয়েছে কিনা সেবিষয়ে জানা যায়নি।

গত শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। এরপর শনিবারই তাঁকে গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করা হয়। যদিও শারীরিক অসুস্থতার কারণে হাজিরা দিতে পারেননি তিনি। এই নিয়ে ষষ্ঠবার হাজিরা এড়িয়েছেন তৃণমূল নেতা। এরপরই ভোট পরবর্তী হিংসার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজি কমপ্লেক্সে রবিবার দুপুরে তলব করা হয়। একই কারণে ওইদিনও হাজিরা দিতে পারেননি। অনুব্রতর আইনজীবী জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা খারাপ। সিবিআই চাইলে নেতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল গরুপাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু ওইদিন শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি হতে হয় তাঁকে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে গত ২২ তারিখ হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হয় তাঁকে।