কলকাতা: ইউক্রেন (Ukraine)-রাশিয়ার (Russia) যুদ্ধে আগেও মৃত্যুও হয়েছিল কয়েকজন ভারতীয়র (Indian)। তবে মৃত্যুর আগে নাকি প্রতারিত হয়েই রাশিয়ার সেনা দলে নাম লিখিয়েছিল তাঁরা। তাই এই ব্যপারে ভারতীয়দের সতর্ক করেছিল ভারত সরকার। এরপরই প্রতারিত হয়ে রাশিয়াতে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা হয়। এই বিষয়ে উদ্যোগী হয়েছিল মোদী সরকার। রাশিয়া সফরে গিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের (Putin)। এই আলোচনার পরই ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে তৎপর হয় ভারত সরকার।
এই ঘটনার পর ফের ইউক্রেন যুদ্ধক্ষেত্রে আরও এক ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া গেল। বিদেশে মোটা টাকার চাকরির লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সোজা রাশিয়ায়। নিয়ে গিয়ে দেওয়া হয়েছিল রাশিয়ান (Russia) সেনার কাজ। এবার এই সেনার কাজ করতে গিয়েই মৃত্যু হল এক ভারতীয়র। মস্কোতে উপস্থিত সেই ভারতীয় দূতাবাস এই খবর নিশ্চিত করে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের ছেলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য হয়েছিলেন প্রতারণার শিকার হয়েই। মৃত ব্যক্তির নাম রবি মৌন (২২)। বাড়ি হরিয়ানায় (Haryana)। পরিবহণ দফতরে চাকরি দেওয়া হবে, এই প্রতিশ্রুতি দিয়েই রবিকে নিয়ে যাওয়া হয়েছিল সুদূর রাশিয়ায়। কিন্তু সেখানে গিয়ে তাঁকে রাশিয়ার সেনা দলের হয়ে যুদ্ধে নামতে হয়েছিল।
মৃতের ভাইয়ের দাবি, গত জানুয়ারিতে রাশিয়া গিয়েছিলেন তাঁর দাদা। দেশ ছেড়ে কাজে যাওয়ার সময় খুবই খুশি ছিল ভাই। রাশিয়ায় (Russia) পৌঁছালে সেখানকার এক এজেন্ট তাঁর পাসপোর্ট (Passport) জমা নিয়ে রেখে দেয়। এরপরই দাদাকে বলা হয়েছিল তাঁকে সেনাবাহিনীতে কাজ করতে হবে। একপ্রকার জোর করেই ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছিল তাঁকে। তাঁর ভাই তাঁদের জানিয়েছিলেন, যদি রবি সেই প্রস্তাব মেনে না নিত তবে তাঁকে ১০ বছরের জেলেও থাকতে হবে তা বলেছিল।
মৃতে ভাই আরও জানিয়েছেন, রাশিয়ায় গিয়ে প্রথমে তাঁকে খাল কাটার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। গত মার্চ পর্যন্ত রবির খবর পেত তাঁর পরিবার। তারপর আর কোনো যোগাযোগ করেনি সে তাঁর পরিবারের সাথে। রবির খবর নেওয়ার জন্য গত ২১ জুলাই ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিবার। সেখান থেকেই রবির মৃত্যুর খবর নিশ্চিত করে।
তবে মৃতের পরিবার এখনও মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে পারেনি। তবে মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ (DNA Test) টেস্ট করতে হবে বলে মৃতের পরিবারকে জানানো হয়েছে। তবে নিরুপায় হয়েই মৃতের পরিবার প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে সাহায্যের আশায়। মৃতের ভাই বলেছেন, “রবিকে বিদেশে পাঠাতে পৈতৃক জমি বিক্রি করে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা জোগাড় করা হয়েছিল। তাই দেহ ফিরিয়ে আনার জন্য পর্যাপ্ত অর্থ তাঁদের কাছে নেই।” তাই তারা সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।