
কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। প্রাথমিক টেট নিয়ে সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি সোমবার থেকেই শুরু হয়েছে ডিএলএড পরীক্ষা। চাঞ্চল্যকর বিষয়টি হল পরীক্ষা শুরু হওয়ার আগেই ফাঁস হল প্রশ্নপত্র।
প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য এই ডিএলএড পাঠক্রমের মাধ্যমেই প্রশিক্ষণ দেওয়া হয়। দু বছরের এই কোর্সে চারটি সেমেস্টারে নেওয়া হয় পরীক্ষা। এদিন দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার এক ঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁস হয়। যদিও এই ঘটনা কতটা সত্য তা নিয়ে ধন্ধ রয়েছে। তবে অধিকাংশ পরীক্ষার্থীদের দাবি ফাঁস হওয়া প্রশ্নপত্রগুলি আজকেরই। সোমবার এডুকেশনাল স্টাডিস(CC02) বিষয়টির পরীক্ষা ছিল। সেই বিষয়ের প্রশ্নপত্রই ফাঁস হয়ে গিয়েছে।
আরও পড়ুন: গুজরাট নির্বাচনে ‘হীরের শহর’ সুরাটে কতগুলি আসন পাবে APP, লিখিত ভবিষ্যদ্বাণী করলেন কেজরিওয়াল
উল্লেখ্য, ডিএলএড পরীক্ষায় বদল এনেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিএলএড কলেজের বদলে রাজ্যের স্কুল এবং সরকারি কলেজে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, ‘অনেকদিন ধরেই পরীক্ষা নিয়ে নানা অভিযোগ আসছিল। সেকথা মাথায় রেখেই সরকারি স্কুল কলেজে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
রাজ্যে ৬০০ টির বেশি ডিএলএড কলেজ রয়েছে। প্রতি সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা থাকে প্রায় ৪৫ হাজার। নভেম্বরের শেষ সপ্তাহের ডিএলএড পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা ৪৫ হাজার।
আরও পড়ুন: ঘাড় দিয়ে ত্রিশূল ঢুকে এফোঁড় ওফোঁড়, অস্ত্রোপচার শেষে চিকিৎসক বললেন মিরাক্যাল