কলকাতা: আরজিকর (RG Kar Medical College) কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে উত্তাল গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে চিকিৎসক, শিক্ষক, পড়ুয়া আইনজীবীরা সহ সাধারণ মানুষও। আর এই ঘটনার পর থেকেই সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। এই রকমই এক ভয়ংকর ঘটনা ফের সামনে এলো। মেডিক্যাল কলেজে চিকিৎসককে হুমকি দেওয়ার কারণে ৪ চিকিৎসককে পদ থেকে সরিয়ে দেওয়া হল। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় দেশে ফের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে।
ঘটনাটি ঘটে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Calcutta Medical College)। এই বিষয়ে ওই কলেজের ইন্টার্নরা জানিয়েছেন, গত জুন মাসে তৃতীয় বর্ষের এক চিকিৎসক তথা পড়ুয়াকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওই কলেজেরই ৪ চিকিৎসকের বিরুদ্ধে। তাঁকে টিএমসিপি (TMCP) করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করতে রাজি না হওয়ায় তাঁকে হুমকি দেওয়া হয়। এমনটাই দাবি চিকিৎসক পড়ুয়াদের।
সূত্রের খবর, ফার্মাকোলজির শুহেনা সরকার, অ্যানাটমির ঈশিতা সেনগুপ্ত, গাইনি তপন নস্কর এবং বায়ো কেমিস্ট্রির সৌমিকা বিশ্বাস হুমকি দিয়েছিলেন ওই ছাত্রীকে। তিনি তাঁদের কথায় রাজি না হওয়ায় তাঁকে হোস্টেলের সমস্ত রকম সুবিধা থেকে বঞ্চিত করা হবে বলে হুমকি দেওয়া হয়। এই বিষয়টি প্রিন্সিপ্যালকে জানালে তিনি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছিলেন। এরপরই ওই ৪ চিকিৎসককে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
এই ঘটনার পরই ফের প্রশ্ন ওঠে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে। কেন বারবার চিকিৎসক পড়ুয়াদের হুমকির মুখে পড়তে হচ্ছে। এই ঘটনা ঘিরে ফের একবার এই প্রশ্নের দাবি করছেন চিকিৎসক মহলের একাংশ।