পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ, তেতে উঠছে তিলজলা, সাত বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ

0
71

কলকাতা: রবিবার সকালেই খানায় মিসিং ডায়েরি করেছিল পরিবার৷ বাসিন্দাদের দাবি, পুলিশ তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করলে এভাবে অকথ্য অত্যাচারে মৃত্যুর কোলে ঢলে পড়তে হত না সাত বছরের শিশু কন্যাকে৷ ঘটনার জেরে ক্রমেই ক্ষোভের পারদ চড়ছে শহর কলকাতার তিলজলায়৷ তিলজলার একটি ফ্ল্যাটের ওই শিশুকন্যাকে অকথ্য যৌন অত্যাচার করে মেরে ফেলার অভিযোগ উঠেছে ফ্ল্যাটেরই এক পড়শির বিরুদ্ধে৷ ইতিমধ্যে উদ্ধার হয়েছে দেহ৷ অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ৷ তবে পুলিশি নিস্ক্রিয়তা নিয়ে ক্রমেই ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে৷

পরিবার সূত্রের খবর, রবিবার সকালে আবর্জনা ফেলতে ফ্ল্যাটের নীচে গিয়েছিল সাত বছরের ওই শিশুকন্যা। কিন্তু কুকুর দেখে ভয় পেয়ে আবর্জনা না ফেলেই উপরে আসছিল সে৷ তখনই অভিযুক্ত সিঁড়ি থেকে শিশুকন্যার হাত টেনে নিজের ফ্ল্যাটে ঢুকিয়ে নেয় বলে অভিযোগ৷ এরপরই দিনভর চলে শিশুকন্যার ওপর অকথ্য অত্যাচার৷ অভিযুক্তের ঘরের প্রধান দরজায় যেহেতু তালা ঝুলছিল, তাই প্রথমে সকলে ভেবেছিলেন অভিযুক্ত ঘরে নেয়৷ পরে বাসিন্দাদের চাপে পুলিশ ওই ঘরের দরজা ভেঙেই শিশুকন্যার দেহ উদ্ধার করে৷ গ্রেফতার করা হয় অভিযুক্তকেও৷

- Advertisement -

পুলিশ সূত্রের খবর, শিশুটির ওপর অকথ্য যৌন অত্যাচার চালানোর পাশাপাশি তাঁকে মেরে ফেলার জন্য মাথায় স্ক্রু ড্রাইভার জাতীয় কিছু দিয়ে ফুটো করার চিহ্ন রয়েছে৷ যা থেকেই স্পষ্ট, অত্যাচারের ধরণ৷ নিহত শিশুটির মাও বলছিলেন, ‘‘মেয়েটাকে অকথ্য অত্যাচার করে মেরেছে৷ শরীরে কোনও অংশ বাদ দেয়নি৷’’ স্থানীয় বাসিন্দারা বলছেন, রবিবার সকালেই মিসিং ডায়েরি পাওয়ার পর পুলিশ তৎপর হলে এমন অঘটন ঘটতো না৷ পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে রবিবার রাত থেকেই দফায় দফায় থানা লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়েছে৷ পুলিশ লাঠি নিয়ে বেরালে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ আপাতত দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷

আরও পড়ুন: পথ নাটিকার মাধ্যমে এবার পাড়ায় মমতার উন্নয়ন, বিরোধীরা বলছে, সবটাই পাবলিক ধোঁকা