কলকাতা: আরজিকর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে বর্তমানে বিক্ষোভে সামিল সাধারণ মানুষ-সহ পড়ুয়ারাও। আর এই আবহেই বারবার সামনে আসছে নারী নির্যাতনের ঘটনা। এবার শহর কলকাতার (Kolkata) বিলাসবহুল এক হোটেলে এক সংগীতশিল্পীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ২ ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে দুই অভিযুক্তকে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কলকাতার বাইপাসের ধারে একটি নামী হোটেলে। জানা গিয়েছে, টেলিভিশনের জনপ্রিয় গানের প্রতিযোগিতার ফাইনালিস্ট অভিযোগকারিনী। তিনি গত মঙ্গলবার এক বন্ধুর জন্মদিন পালনের জন্য এই হোটেলে গিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিল তাঁর বন্ধুরা-সহ এক বোনও। অনুষ্ঠান চলাকালীন আচমকা দুই ব্যক্তি তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করে, তাঁর সঙ্গে ঘনিষ্ট হওয়ারও চেষ্টা করে তারা। এমনকি অনুষ্ঠানে গান গাওয়া মহিলা শিল্পীকেও তারা উত্যক্ত করছিলেন। এই ঘটনার পরই ওই নির্যাতিতা সংগীত শিল্পী হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। তারাই খবর দেয় স্থানীয় থানায়।
ওই সংগীত শিল্পী পুলিশকে জানিয়েছেন, ঘটনার পর হোটেল কর্তৃপক্ষের কাছে থেকে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ চাইলেও তারা তা দিতে অস্বীকার করেন। এমনকি পুলিশ ঘটনাস্থলে আসার আগে হোটেলের নিরাপত্তারক্ষীরা অভিযুক্ত দুই ব্যক্তিকে খাবারের বিল মিটিয়ে ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তখনই অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু একটি নামী হোটেলে এই ধরণের মানুষের উপস্থিতি দেখে অবাক হয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকা একাংশই।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছি গোটা হোটেল চত্বরে। এই ঘটনার পর পুলিশ জানিয়েছে, এই দুই অভিযুক্তের একজনের নাম রিঙ্কু গুপ্তা, বয়স ৪৩। বাড়ি কলকাতার (Kolkata) বৌবাজার এলাকায়। অপরজনের নাম অরুন কুমার, বয়স ৬০। তিনি এক প্রবাসী, ইটালির (Italy) বাসিন্দা। তবে তার বাড়ি দিল্লির (Delhi) প্রীতমপুরা এলাকায়। এক নামী হোটেলের এরকম ঘটনায় সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে নিরাপত্তা নিয়ে।