কলকাতা: আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ইন্ডিয়া জোটের সদস্য তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এই ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি করেছিলেন রাহুল গান্ধীর বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তবে এবার বাংলার মুখ্যমন্ত্রীর হয়ে কথা বললেন সপা প্রধান।
অখিলেশ যাদবকে শুক্রবার কলকাতার আর জি কররে ঘটনা নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। সেই প্রশ্নের জবাবে অখিলেশ যাদব বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা। তিনি খুব ভালো করে বোঝেন একজন মহিলার যন্ত্রণা। তিনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন। সরকারই চেয়েছে সিবিআই বা অন্য কোনও এজেন্সি এই বিষয়টির তদন্ত করুক। কিন্তু একই সঙ্গে বলতে হবে, বিজেপির এই নিয়ে রাজনীতি করা উচিত নয়।” বিজেপি, কংগ্রেস সহ বাংলায় বাকি বিরোধী রাজনৈতিক দলগুলি তৃণমূল সরকারকে কাঠগোড়ায় তুলেছে তখন সমাজবাদী পার্টির নেতার গলায় পাশে থাকার বার্তা।
উল্লেখ্য, আজ শুক্রবার বাংলায় কংগ্রেস নেতা সমর্থকরা খালি গায়ে বিচারের দাবিতে রাজপথে নামে। এনআরএস মেডিকেল কলেজের সামনে থেকে চলে ধিক্কার মিছিল। কংগ্রেসের প্রতিবাদী পোস্টারে লেখা ছিল। “উলঙ্গ প্রশাসনের বিরুদ্ধে উলঙ্গ প্রতিবাদ” । রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছে বিজেপিও। অপরাধীদের আড়াল করার চেষ্টার অভিযোগও এনেছে রাজ্য সরকারের বিরুদ্ধে।