
পলাশ নস্কর, কলকাতা: সিবিআই, ইডির নিরপেক্ষতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার দলীয় কর্মসূচিতে কলকাতায় এসে ইডি, সিবিআই সম্পর্কে আরও গুরুতর অভিযোগ আনলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বললেন, ‘‘বাংলায় তবু কম, উত্তরপ্রদেশে দেখে আসুন! মিথ্যে মামলায় অগণিত মানুষকে জেলে ভরেছে বিজেপি৷’’
বস্তুত, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগে সরব এরাজ্যের শাসক তৃণমূল৷ পালা বদলের বাংলায় শাসক তৃণমূলের আমলেই জেলে দিন কাটছে দলের প্রাক্তন মহাসচিব, প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য এবং দুই যুব নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। গরু ও কয়লা পাচারের অভিযোগে দিল্লিতে ইডি হেফাজতে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ তৃণমূলের অভিযোগ, একুশের ভোটে বাংলা দখলের স্বপ্ন পূরণ না হওয়ায় ইডি, সিবিআইকে লেলিয়ে দিয়ে বিরোধীদের উৎখাতে নেমেছে বিজেপি৷ এই বিষয়ে বিভিন্ন মঞ্চ থেকে সরব হতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে৷
এই বিষয়ে এদিন অখিলেশকে জানতে চাওয়া হলে তিনি পরিষ্কার জানিয়ে দেন, ‘‘বর্তমানে ইডি, সিবিআই, আইটি এদের সব রাজনৈতিক রং আছে। আসলে ভারতীয় জনতা পার্টি যাকে ভয় পায় তার বাড়িতেই ইডি সিবিআই ইনকাম ট্যাক্স পাঠিয়ে দেয়।’’
বস্তুত, ২০১২ সালের পর আবার সমাজবাদী পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং হচ্ছে কলকাতায়। ১৮ ও ১৯ মার্চ, দু’দিন ধরে হবে এই বৈঠক৷ সেই বৈঠকে যোগ দিতেই শুক্রবার সকালের বিমানে কলকাতায় আসেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। মিটিংয়ের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা অখিলেশ নিজেই জানান৷ বস্তুত, সেখানেও ইডি, সিবিআই, আইটি প্রসঙ্গটি ওঠে কি না, সেদিকে নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা৷
আরও পড়ুন: ভোট বৈতরণী পার হতে অভিষেকের নতুন তৃণমূলেই কি আস্থা, আজ স্পষ্ট করবেন মমতা