কলকাতা: শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ৷ এক এক করে রোজ ডে, প্রপোজ ডে সবশেষে আসে ভ্যালেন্টাইন ডে৷
প্রেমিক প্রেমিকাদের মধ্যে এই বিশেষ দিনগুলিতে উপহার আদান প্রদান হয়ে থাকে৷ তবে উপহারের তালিকায় প্রথমেই থাকে গোলাপ ফুল৷ লাল গোলাপ ফুল হল ভালোবাসার প্রতীক৷ তাই এই সময় কাপলদের মধ্যে গোলাপ ফুলের চাহিদা থাকে তুঙ্গে৷
ফেব্রুয়ারির ৭ থেকে ১৪ পর্যন্ত হল ভালোবাসার সপ্তাহ৷ আর এই সময়টার দিকে তাকিয়ে থাকেন গোলাপ ফুল চাষিরা৷ কারণ, এই সময় গোলাপ ফুলের দাম হয় আকাশ ছোঁয়া৷ তাই চাষিদের মুখে এখন চওড়া হাসি৷
আর প্রেমিক-প্রেমিকরা ওই আকাশ ছোঁয়া দাম দিয়েই গোলাপ কিনছে৷ এক একটি গোলাপ বিকোচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়৷ ১৪ ফেব্রুয়ারির দিন ওই গোলাপ বিক্রি হয় ২৫০ টাকায়৷ জায়গা বিশেষে দামের তারতম্য ঘটে৷ কিন্তু ওই একদিন প্রিয় মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করতে একে অপরকে একটু দাম দিয়ে গোলাপ দেওয়া যেতেই পারে৷
রাজ্যের নদিয়ার রাণাঘাট দু’নম্বর ব্লকের ধানতলা, আড়ংঘাটা, দত্তপুলিয়া সহ আশেপাশের এলাকায় বিঘার পর বিঘা জমিতে গোলাপ ফুলের চাষ হয়৷ এই এলাকার সিংহভাগ মানুষ ফুল চাষের সঙ্গেই যুক্ত৷ এখানকার গোলাপ এখন পাড়ি দিচ্ছে বিদেশে৷ যার দাম প্রায় পাঁচশো থেকে সাতশো টাক৷ যত দিন যাচ্ছে চড় চড় করে বাড়ছে গোলাপের দাম৷ ফলে ভালোই লাভের মুখ দেখছেন ফুল চাষিরা৷