কলকাতা: আবার ফিরবে শীতের দাপট। বাংলায় জাঁকিয়ে শীত আসতে চলেছে সপ্তাহের শেষেই। বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সোমবারের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে।
শুক্রবারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ডিগ্রি বেশি। বৃহস্পতিবার খুব সামান্য পরিমাণ বৃষ্টি হয়েছে কলকাতায়। শুক্রবার সকালে কুয়াশার প্রভাব থাকলেও পরে তা কমে যায়। বিকেলের পর উত্তুরের হাওয়া আবার ফিরবে বঙ্গে। উত্তুরে হাওয়ার হাত ধরে শীতও ফিরবে রাজ্যে৷
আগামী দু’দিনের মধ্যে তাপমাত্রা আরও ২-৪ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা আছে। সোমবার আসতে পারে আরও এক পশ্চিমী ঝঞ্ঝা। জম্মু-কাশ্মীর এবং অসমে ঘূর্ণাবর্ত থাকতে পারে। কলকাতা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর।