কলকাতা: ফার্মাসিস্ট নিয়োগের প্যানেল বন্ধ করে দেওয়ার পরই স্বাস্থ্য দফতরের আমলার বদলির নির্দেশিকা জারি নিয়ে আবার বিতর্ক। সম্প্রতি প্রকাশিত নির্দেশিকায় স্বাস্থ্য দফতরের অধীন জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা গুলাম আলি আনসারির বদলির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাঁর পদ বদল হয়ে সেই পদে আসীন হয়েছেন স্কুলশিক্ষা দফতরেরে কমিশনার সৌমিত্র মোহন।
গুলাম আলি আনসারিকে দেওয়া হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরেরে সচিবের পদ। সৌমিত্র মোহনের স্থানে স্কুলশিক্ষা দফতরেরে কমিশনার পদে আসীন হয়েছেন অনিন্দ্যনারায়ণ বিশ্বাস। একাধিক কর্মীদের পদ বদল করে, দেওয়া হয়েছে অন্য পদ। গত সোমবার স্বাস্থ্য ভবনের সামনেই নিয়োগ প্যানেল বন্ধকে ঘিরে বিক্ষোভ চলে। ২০১৮ সালের ২৯ মার্চ এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ প্রক্রিয়া চলার পরেও হঠাৎ এই নিয়োগ বন্ধ করে দেওয়া হয়।
১৯ ফেব্রুয়ারি নিয়োগ বন্ধ করার পরেই প্রশ্ন উঠতে থাকে এই সিদ্ধান্তের কারণ কি? কিন্তু স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এর কোনও কারণ জানান হয়নি। তারপরই এই বদলির নির্দেশিকা জারি, যেখানে তালিকাভুক্ত রয়েছে গুলাম আলি আনসারির নাম, তাঁর বদলির কারন হিসেবে স্বাস্থ্য দফতরের একাংশ এই নিয়োগ নিয়ে বিতর্ক বলে জানাচ্ছেন। প্রশাসন মহল থেকেও খবর আসছে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে নিয়োগের এই বিতর্কের জন্যই।
একাধিক পদ বদলির নির্দেশিকার মধ্যে রয়েছেন, সুন্দরবন দফতরের ভারপ্রাপ্ত হৃদেশ মোহন পদাসীন হবেন বন দফতরের প্রধান সচিব পদে। তাঁর জায়গায় পদাসীন হলেন বন দফতরেরে অতিরিক্ত মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। রণধীর কুমার কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষন দফতরেরে অতিরিক্ত সচিব থেকে অর্থ দফতরেরে অতিরিক্ত সচিব পদে আসীন হলেন।