কলকাতা: ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ তার মধ্যে টালা ব্রিজ বন্ধ৷ তাই পরীক্ষার্থীদের কথা ভেবে বিশেষ ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ তারা এমনভাবে পরীক্ষাকেন্দ্রগুলি বিন্যাস করেছে, যাতে পরীক্ষার্থীদের ঘুরপথে যেতে না হয়৷ তাতে ভোগান্তির শিকার হতে হবে না পরীক্ষার্থীদের৷
কলকাতা পুলিশের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের বৈঠক হয়৷ সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ মাধ্যমিক পরীক্ষার সময়ে পড়ুয়াদের সুবিধার জন্য টালা ব্রিজের উপর অতিরিক্ত পুলিশ মোতায়ন থাকবে৷ তার কিছুদিন পরই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷
সেই সব পরীক্ষার্থীদের জন্য থাকবে এই একই ব্যবস্থা৷ বিটিরোড সংলগ্ন এলাকায় কোন কোন এলাকায় স্কুল রয়েছে যেখানে পরীক্ষার সিট পড়েছে সেই সব তথ্য সংগ্রহ করে ইতিমধ্যেই ট্রাফিক সিস্টেম সাজানো শুরু হয়ে গিয়েছে৷
প্রসঙ্গত, ৩১ জানুয়ারি রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে সেতু। এই ব্রিজ গড়তে খরচ পড়বে ২৬৮ কোটি টাকা। সরকারি সূত্রে খবর, কাজ শুরুর এক বছরের মধ্যেই গড়ে উঠবে টালা নতুন টালা ব্রিজ। যান-বাহনের পাশাপাশি বন্ধ হয়ে গেল সেতুর ওপর দিয়ে পায়ে হেঁটে যাতায়াত।
যেখানে ১.২ কিমি রাস্তা পৌঁছতে সময় লাগত তিন থেকে চার মিনিট। সেখানে সময় লাগছে ৪৫ মিনিট। চরম দুর্ভোগের শিকার হয়েছেন সাধারণ মানুষ। এই যান নিয়ন্ত্রণ করাই এখন বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে।