কলকাতা: আরজিকর কাণ্ডে ১৪ অগস্ট মধ্যরাতে ‘রাত দখলে মেয়েরা’ রাজপথে নেমেছিলেন মহিলারা৷ সেই দিনই গভীর রাতে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে৷ এরপরই সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দেয় আদালত৷ সেই সঙ্গে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর পাহারায় পৌঁছেছে আধাসেনা৷ বাহিনী পরিচালনায় খোলা হচ্ছে কন্ট্রোল রুম৷
সূত্র মারফত জানা গিয়েছে, আরজিকর হাসপাতালের ১২ একর জমির উপরে অবস্থিত ৩৩টি বিল্ডিং৷ সবকটি বিল্ডিং ঘিরে তৈরি হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্লু-প্রিন্ট। প্রশাসনিক ভবন, এমার্জেন্সি বিল্ডিং, ট্রমা কেয়ার, স্ত্রীরোগ, এসএনসিইউ,ওপিডি, সার্জারি বিল্ডিং-সহ সবকটি হোস্টেলে মোতায়েন থাকবে বাহিনী।
এছাড়াও হাসপাতালের মূল তিনটি গেটে সর্বক্ষণের জন্য মোতায়েন থাকছে বাহিনী। গেট ৬- ওপিডি গেটে আধাসেনা থাকবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। জরুরি বিভাগের দুই গেটে বাহিনী থাকবে ২৪ ঘণ্টাই। এছাড়া এমার্জেন্সি বিল্ডিং, ট্রমা কেয়ার, ওপিডি, প্রশাসনিক ভবনে থাকছে মেটাল ডিটেক্টর।
আরজি করের সাতটি ছাত্রী নিবাস। দু’টি ছাত্র নিবাস-সহ নার্সিং হস্টেলে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তিন শিফটেই হাসপাতাল চত্বরে থাকবে কিউআরটি৷ ওপিডি-এমার্জেন্সি বিল্ডিংয়ে প্রতি শিফটে নিরাপত্তায় ছয়জন জওয়ান মোতায়েন থাকবে। অক্সিজেন প্ল্যান্ট, রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম থাকা ঘর, হাসপাতালের সীমানা দেওয়ালের সংস্কারেও নজর সিআইএসএফের।