
খাস ডেস্ক: বাংলায় বাড়ছে ডেঙ্গুর (dengue) দাপট। একাধিক জেলায় ডেঙ্গু (dengue) আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। শুধু তাই নয়, পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এর মধ্যেই মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় এক হাজার জন ডেঙ্গুতে (dengue) আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের হাল সামালতে হাই অ্যালার্ট জারি করল নবান্ন। একইসঙ্গে এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে। যা রাজ্যের জেলাগুলিতে বিশেষ নজর দেবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor
পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৩২ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। সোমবার এই সংখ্যাটি ছিল ৩৪৮। অর্থাৎ মঙ্গলবার টা বেড়েছে প্রায় ৫০০। পাশাপাশি মঙ্গলবার রাজ্যে টেস্টের সংখ্যা তাও বাড়ানো হয়েছে বলে জানান স্বাস্থ্য আধিকারিকরা। একসঙ্গে মঙ্গলবার ৬,১১৪ জনের ডেঙ্গু টেস্ট করানো হয়েছিল। যদিও সোমবার এই টেস্টের সংখ্যাটা ছিল অনেক কম, ২৩৭১। একইসঙ্গে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ হাজার জন।
আরও পড়ুন-CBI-র পর এবার ED, গরুপাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ মলয়কে তলব
এই পরিস্থিতিতে রাজ্যের ভয়াবহ অবস্থা সামলাতে ইতিমধ্যেই নবান্নে একটি বৈঠকে সকল আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এই বৈঠকের ডাক দেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, পুর ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও। রাজ্যের হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও কলকাতা ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে আধিকারিকদের কপালে। সেই মতেই সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে।
বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/
কোন জেলায় কত আক্রান্ত হচ্ছে? কোন জেলায় ভেঙ্গু বাড়ছে? কি কি টেস্ট করানো হচ্ছে? চিকিৎসা ব্যবস্থা কেমন? সমস্ত দিক খতিয়ে দেখে নবান্নে রিপোর্ট পেশ করবে এই বিশেষজ্ঞ দল। প্রসঙ্গত, রাজ্যের ভেঙ্গু পরিস্থিতি নিয়ে চিন্তায় পড়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। দিনে দিনে আরও বাড়ছে এই ডেঙ্গুর প্রভাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া পদক্ষেপ নিচ্ছে নবান্ন।