খাসডেস্ক : চাঞ্চল্যকর অভিযোগ। ফিরহাদ হাকিমের (FIRHAD HAKIM) ওএসডি কালীচরণ ব্যানার্জির বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ আনলেন ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী। শেক্সপিয়ার সরণি থানায় দায়ের হল অভিযোগ। অভিযুক্ত কালীচরণ ব্যানার্জি এই বিষয়ে মুখ খোলেননি। যা বলার মেয়র বলবেন। এইটুকু বলেই মুখে কুলুপ এঁটেছেন কালীচরণ।
আরও পড়ুন: মোদী নন, কেজরিওয়াল নন, মি: গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের প্রথমসারির এই অভিনেতা
শুক্রবার বিধানসভায় ফিরহাদ হাকিমের উদ্দেশে এই সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে আমাকে আগে বলতে পারতো। বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতাম।’’তবে স্বভাবসিদ্ধভঙ্গিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি ‘‘কালী টাকা তোলে, আমি আগেই বলেছিলাম। তপসিয়ায় ২০০ কোটি টাকা খরচ করে তৃণমূল ভবন তৈরি হচ্ছে। কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই টাকা জোগাড় করার।“
আরও পড়ুন : পরনে ছিল শুধু অন্তর্বাস, রাতে পার্টির পর দেহ উদ্ধার, ৩ বছর আগে বর্ধমান মেডিক্যালে ঘটেছিল এক রহস্যমৃত্যু
এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল। খোদ তৃণমূল সৈনিকের দফতরের কর্মী এমন অভিযোগ এনেছেন। পাল্টা ফিরহাদ হাকিমের (ম) মন্তব্যে দলের অভ্যন্তরে মতানৈক্যের বিষয়টি সামনে আসে। যা ঘাসফুল শিবিরের জন্য কখনোই সুখকর নয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এই ঘটনা গোষ্ঠীদ্বন্দ্বেরই নামান্তর।