কলকাতা: মা নয়। যেন ডাইনি। রেললাইনের ধারে ফেলে পালাল সদ্যজাতা মেয়েকে। ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসে। শুক্রবার ভোরে সেখানে লোহাপুলের কাছে রেল লাইনের ধারে শিশুটিকে দেখতে পান জনৈক সাফাইকর্মী।
আরও পড়ুন: এলন মাস্কের TESLA কে ভারতে অনুমোদন দিচ্ছেন না মোদী, জেনে নিন কারণ
তখন আলোও ফোটেনি। ঘড়ির কাঁটায় ভোর ৪টে। চেঁচামেচি শুনে রেললাইন সংলগ্ন বস্তির জনৈকা মহিলা শিশুটিকে উদ্ধার করেন। তিনিই শিশুটিকে পরিষ্কার করেন বলে খবর।
সারা দেশে এখন নারী-অগ্রগতি’র অভিযান চলছে। রামমোহন-বিদ্যাসাগর যে স্বপ্ন দেখে গিয়েছিলেন। তার’ই বাস্তবায়ন দেখা যাচ্ছে এখন। রাজ্যে যেমন আছে “কন্যাশ্রী” এবং “যুবশ্রী”। তেমনিই কেন্দ্রে চালু “বেটি বাঁচাও, বেটি পড়াও”। ঠিক তখনই এহেন ঘটনা।
আরও পড়ুন: যার জন্য করি চুরি সেই বলে চোর, এবারে বাইডেনকেই ধুয়ে দিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি
শিশুটিকে উদ্ধার করার পর খবর দেওয়া হয় জিআরপি-তে। এরপর তারাই শিশুকন্যাটিকে ভর্তি করে আইসিএইচ হাসপাতালে। চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। পাশাপাশি খোঁজ চলছে পাষণ্ড মায়েরও।
ছবি: প্রতীকী