কলকাতাঃ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় মিনার্ভা নাট্য সংস্কৃতি চক্রের উদ্যোগে শুরু হয়েছে টানা আট দিনব্যাপী ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল। ১৬ ফেব্রুয়ারি উদ্বোধন হওয়া এই নাট্য উৎসব দেখা যাবে রবীন্দ্র সদন, মধুসূদন মঞ্চ এবং মিনার্ভা থিয়েটারে। আট দিনের এই উৎসব চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে মোট ২৫টি নাটক দেখান হবে।
উদ্বোধন অনুষ্ঠান হয় রবীন্দ্র সদন মঞ্চে। এদিন অনুষ্ঠানকে অন্য মাত্রা দেন উপস্থিত অতিথিবৃন্দের তালিকা। উপস্থিত ছিলেন নাট্যকার, নির্দেশক, অভিনেতা তথা রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু-সহ নির্দেশক, অভিনেত্রী, প্রাক্তন সাংসদ শ্রীমতি অর্পিতা ঘোষ, নাট্যব্যক্তিত্ব পঙ্কজ মুন্সী, দেবেশ চট্টোপাধ্যায়, আধিকারিক শ্রী দেবকুমার হাজরা প্রমুখ পরিচিত ব্যক্তিবর্গ।
উদ্বোধন অনুষ্ঠানের সর্বশেষ নিবেদন ছিল ‘কোথাকার চরিত্র কোথায় রেখেছ’ নামের একটি নাটক। সংসৃতি প্রযোজিত এই নাটকটির নির্দেশনা করেন দেবেশ চট্টোপাধ্যায়। এর মূল নাটকটি পিরানদেল্লো-র লেখা এবং এর বাংলায় নাট্যরূপ দিয়েছেন শ্রী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।
১৬ ফেব্রুয়ারির এই অনুষ্ঠানে অর্পিতা ঘোষ তাঁর ভাষণে এই উৎসবের নাট্য নির্বাচন প্রক্রিয়াকে দর্শকের সামনে তুলে ধরেন। সারা দেশের বিভিন্ন নাট্যদলের আবেদন পত্র জমা পড়ে মিনার্ভা থিয়েটারে। একটি বিশেষ কমিটির দ্বারা নটকগুলি নির্বাচিত হয়। এই বছর ৩টি মঞ্চে দেখান ২৫টি নাটকের মধ্যে ২৩টি নাটক এভাবেই নির্বাচিত হয়েছে এবং বাকি ২টি নাটক আমন্ত্রিত।
যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সফলতা দিতে সাহায্য করেছেন তাদের ধন্যবাদ জানান ব্রাত্য বসু। সঙ্গে উপস্থিত দর্শকদেরও ধন্যবাদ জানান তিনি। স্বাগত ভাষণে আধিকারিক শ্রী দেবকুমার হাজরা পশ্চিমবঙ্গ সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উৎসব বাস্তবায়নে সহযোগিতার কথা উল্লেখ করেন।