বিয়ের মরশুমে বাড়ল সোনার দাম

0
141

কলকাতা: চলছে বিয়ের মরশুম৷ আর এই সময় বেড়ে গেল সোনার (Gold) দাম৷ হলুদ ধাতুর পাশাপাশি দাম ঊর্ধ্বমুখী রুপোরও৷ সপ্তাহের শেষে কার্যত দাম বাড়ায় মাথায় হাত ক্রেতাদের৷ শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২৫০ টাকা৷ ১০ গ্রাম ২৪ ক্যারেট হলুদ ধাতুর দাম বেড়েছে ২৮০ টাকা৷ সেই সঙ্গে এক কেজি রুপোর দাম একলাফে বেড়েছে ১৪০০ টাকা৷

শুক্রবার কলকাতায় সোনা-রূপোর দামের তালিকা:

- Advertisement -

১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা: ৪,৯৭৫ টাকা

৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা: ৩৯,৮০০ টাকা

১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা: ৪৬,৮০০ টাকা

১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা: ৪,৯৭,৫০০ টাকা

১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৫,৪২৮ টাকা

৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৪৩,৪২৪ টাকা

১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৫৪,২৮০ টাকা

১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৫,৪২,৮০০ টাকা

১ কেজি রূপোর বাটের দাম: ৬৭,৬০০ টাকা