কলকাতাঃ মর্মান্তিক। পশ্চিমবঙ্গের পেডং থেকে সিকিমের জুলুকে যাওয়ার পথে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সিকিমের পাকিয়ং জেলার সিল্ক রুটে।
গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং সিল্ক রুট নামে পরিচিত রেনক রংলি রাজ্য হাইওয়ের পাশে দালোপচাঁদ দার কাছে। গাড়িটি ৭০০ থেকে ৮০০ ফুট নিচে পড়ে যা বলেই পুলিশ জানিয়েছে। মৃত জওয়ানদের মধ্যপ্রদেশের চালক প্রদীপ প্যাটেল, মণিপুরের কারিগর ডব্লিউ পিটার, হরিয়ানার নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর সুবেদার কে থাঙ্গাপান্ডি নামে চিহ্নিত করা হয়েছে। সমস্ত সেনা সদস্য পশ্চিমবঙ্গের বিনাগুড়ির একটি ইউনিটের সদস্য।
জানা গিয়েছে মৃত সকলে পশ্চিমবঙ্গের বিনাগুড়ি থেকে এনরুট মিশন কমান্ড ইউনিটের অন্তর্গত।