বাড়বে তাপমাত্রা, পূর্বাভাস বৃষ্টির

0
108
weather

কলকাতা: শীতকে গুডবাই বলার সময় এসে গিয়েছে৷ এরই মধ্যে অব্যাহত রয়েছে পারদের ওঠানামা৷ কিন্তু এখনও সকালের দিকে শীতের আমেজ উপভোগ করছে আপামর দক্ষিণবঙ্গ সহ কলকাতাবাসী৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে৷ অন্যদিকে উত্তরবঙ্গে এখনও বেশ ভালোই ঠাণ্ডা আবহাওয়া রয়েছে (weather update)৷

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই শীতের আমেজ শনিবার থেকে উধাও হতে শুরু করবে৷ বাড়বে তাপমাত্রা৷ শহরে বৃহস্পতি এবং শুক্রবারই কার্যত শেষবারের মতো হালকা শীতের আমেজ থাকবে৷ তবে আপাতত আকাশ পরিষ্কার থাকবে৷ দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভবনা নেই৷

আরও পড়ুন: Congress’এর পোস্টার লাগানো বাসে অতিথিদের আগমন, বিয়ের আসরে কৌতুহল

বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ২৮ থেকে ৯৩ শতাংশ৷ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি৷ তবে শনিবার সর্বোনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়াবে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে৷

আরও পড়ুন: সমস্ত রকমের আবহাওয়াতে যাতায়াতের জন্য লাদাখের এই জায়গাতে তৈরি হচ্ছে ৪ কিমি টানেল

অন্যদিকে, শনিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা দুটোই ক্রমশ বাড়বে৷ পরবর্তী তিন-চারদিন ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে বলে অনুমান আবহাওয়াবিদদের৷ দক্ষিণবঙ্গে কুয়াশার প্রভাব কেটে গেলেও, উত্তরের জেলাগুলিতে বেশ কিছুদিন বজায় থাকবে৷ তাই এখনই উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না৷

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি ও হালকা তুষারপাত হবে কাশ্মীর, গিলগিট, বালিস্থান, লাদাখ ও মুজাফফরাবাদ এলাকায়৷ আগামী কয়েকদিন মধ্য ও পশ্চিম ভারতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না৷