23 C
Kolkata
Tuesday, January 14, 2025
Home কলকাতা মহা ধুমধামে পালিত হচ্ছে রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৫ তম জন্মতিথি

মহা ধুমধামে পালিত হচ্ছে রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৫ তম জন্মতিথি

কলকাতা: মহা ধুমধাম করে বেলুড় মঠে পালিত হচ্ছে রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৫ তম জন্মতিথি উৎসব৷ মঙ্গলবার ভোরে মঙ্গলারতির মাধ্যমে এই জন্মতিথি উৎসবের সূচনা হয়৷ এরপর রামকৃষ্ণদেবের মন্দিরে বেদপাঠ ও স্তবগানে মিলিত হন মঠের সন্ন্যাসী ও মহারাজরা৷

- Advertisement -

এরপর উষা কীর্তন ও ঠাকুরের মন্দিরেই এদিন বিশেষ পুজোপাঠ ও হোমের আয়োজন করা হয়৷ বেলুড় মঠের সভা মণ্ডপে সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা শ্রীশ্রী রামকৃষ্ণ বন্দনার আয়োজন করেন৷ রামকৃষ্ণকথামৃত ও রামকৃষ্ণলীলা প্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যারও আয়োজন করেন বেলুড় মঠের মহারাজরা৷

এছাড়াও এদিন দুপুরে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে৷ হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে ১৮৩৬ সালে এক দরিদ্র ধর্মনিষ্ঠ রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন রামকৃষ্ণ পরমহংস৷

- Advertisement -

শৈশবে গদাই নামে পরিচিত গদাধর তাঁর গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন৷ অঙ্কন ও মাটির প্রতিমা নির্মাণে তাঁর ছিল সহজাত দক্ষতা৷ যদিও প্রথাগত শিক্ষায় মনযোগ ছিল না তাঁর৷ সেযুগে ব্রাহ্মণসমাজে প্রচলিত সংস্কৃত শিক্ষাকে তিনি “চালকলা-বাঁধা বিদ্যা” (অর্থাৎ পুরোহিতের জীবিকা-উপার্জনী শিক্ষা) বলে উপহাস করেন এবং তা গ্রহণে অস্বীকার করেন৷

তীর্থযাত্রী, সন্ন্যাসী এবং গ্রাম্য পুরাণকথকদের কথকতা শুনে অতি অল্প বয়সেই পুরাণ, রামায়ণ, মহাভারত ও ভাগবতে বুৎপত্তি অর্জন করেন গদাধর৷ ১৮৪৩ সালে তাঁরা বাবা মারা যান৷ এরপর পরিবারের ভার গ্রহণ করেন তাঁর দাদা রামকুমার৷

এই ঘটনা গদাধরের মনে গভীর প্রভাব বিস্তার করে৷ ধর্মীয় জীবনযাপনের ইচ্ছা তার মনে দৃঢ় হয়৷ বাবার অভাব তাকে মায়ের খুব কাছে নিয়ে আসে৷ ঘরের কাজ ও গৃহদেবতার পূজাপাঠে তিনি অধিকতর সময় ব্যয় করতে থাকেন৷ আত্মমগ্ন হয়ে থাকতেন ধর্মীয় মহাকাব্য পাঠে৷

- Advertisement -

১৮৫৫ সালে কলকাতার এক ধনী জমিদারপত্নী রানি রাসমণি দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা করেন৷ সেই মন্দিরে রামকুমার প্রধান পুরোহিতের দায়িত্ব পান৷ সেখানে দাদার কাছে চলে আসেন গদাধর৷ সেখানে তিনি প্রতিমার সাজসজ্জার দায়িত্ব গ্রহণ করেন৷

১৮৫৬ সালে রামকুমারের মৃত্যু হলে গদাধর মন্দিরের দায়িত্ব গ্রহণ করেন হন৷ মন্দিরে উত্তর-পশ্চিম আঙিনায় তাকে একটি ছোটো ঘর দেওয়া হয়ছিল তাঁকেষ সেই ঘরেই তিনি অতিবাহিত করেন তার বাকি জীবন৷

কামারপুকুরে গুজব রটে যায়, দক্ষিণেশ্বরে অতিরিক্ত সাধনার শ্রমে শ্রীরামকৃষ্ণ পাগল হয়ে গিয়েছেন৷ তখন তাঁর মা বিবাহদানের চিন্তাভাবনা করতে থাকেন৷ তারা ভেবেছিলেন, বিবাহের পর সাংসারিক দায়-দায়িত্বের ভার কাঁধে চাপলে আধ্যাত্ম সাধনার মোহ তার কেটে যাবে৷

তিনি আবার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসবেন৷ শ্রীরামকৃষ্ণ বিবাহে আপত্তি তো করলেনই না৷ ১৮৫৯ সালে বালিকা সারদার সঙ্গে তার শাস্ত্রমতে বিবাহ সম্পন্ন হয়৷ শ্রীরামকৃষ্ণের বয়স তখন তেইশ৷ বয়সের এই পার্থক্য উনিশ শতকীয় গ্রামীণ বঙ্গসমাজে কোনও অপ্রচলিত দৃষ্টান্ত ছিল না৷ ১৮৬০ সালের ডিসেম্বরে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে ছেড়ে কলকাতায় ফিরে আসেন৷ ১৮৬৭ সালের মে মাসের আগে তাদের আর সাক্ষাৎ হয়নি৷

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

২০২৫-এর ছুটির তালিকা, জেনে নিন একনজরে

কলকাতা: নতুন বছরে ছুটির তালিকা ঘোষণা করেছে রাজ্য সরকার৷ তালিকায় যেমন রয়েছে কেন্দ্রীয় সরকারি ছুটি (এনআই অ্যাক্ট অনুযায়ী), তেমনই রাজ্যেরও সরকারি ছুটিও৷ একনজরে জেনে...

এই বিশেষ দিনেই দিল্লি থেকে শ্রীনগর প্রথম ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

খাস ডেস্কঃ রেলপথ ভারতের অন্যতম সংযোগের মাধ্যম। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব অনেকেটাই কমিয়ে দিয়েছে ভারতীয় রেল। এবার ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে...

যৌন তৃপ্তি ও কামসূত্র  

খাস ডেস্ক : যৌন সঙ্গম নয় যৌন তৃপ্তি নিয়েই কামসূত্র। সঙ্গম একটি শারীরিক ক্রিয়া, যেকোনো কেউ তাতে লিপ্ত হতে পারেন। কিন্তু তৃপ্তি বা pleasure...

বিবেকানন্দের চোখে খেলাধুলা

"...গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে।..." বিশ্বদীপ ব্যানার্জি:  মাদ্রাজ (অধুনা চেন্নাই), ১৮৯৭। ভরা ধর্মসভায় সদ্য বিশ্বজয় করে ফেরা সন্ন্যাসীর VEDANTA IN ITS...

খবর এই মুহূর্তে

বিদেশে গেলে স্ত্রীদের কাছে পাবেন না কোহলিরা? নতুন নিয়ম আনতে পারে BCCI

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে জোড়া ধাক্কার পর নয়া ফরমান জারি করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যার জেরে কোপ পড়তে পারে ক্রিকেটারদের...

চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসরে রোহিত! টিম ইন্ডিয়ার নয়া নেতা কে?

স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma) কবে অবসর নিচ্ছেন? সাম্প্রতিক কালে এটাই ছিল ক্রিকেট দুনিয়ার সবথেকে বড় চর্চার বিষয়। অবশেষে সেই সময় আসন্ন। একটি...

গৃহপালিত পশুর উপর হামলা, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বাঘ, বন্ধ করা হল স্কুল

খাস ডেস্কঃ ঘুরে বেড়াচ্ছে বাঘ। মারছে গৃহপালিত পশুদের। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক আতঙ্ক। কোনও রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেই...

টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে চলছেন রো-কো! বোর্ড সচিবের মন্তব্যে জল্পনা শুরু

স্পোর্টস ডেস্ক: মাত্র ছয় মাসেই কতকিছু বদলে যায়। ২০২৪ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে দেশকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন...