হাসপাতালের কার্নিসে রোগী, হুলুস্থুল কাণ্ড মল্লিকবাজারের INK-তে

0
99

কলকাতা: জানালা দিয়ে বেরিয়ে রোগী উঠে পড়ল কার্নিসে! যেখানে বসে রয়েছেন সেটি মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের আট তলা (Institute of Neuroscience) ! ভয়ডরহীনভাবে সেখান থেকে বসে নীচের দিকে হাতও নাড়তে দেখা গিয়েছে ওই রোগীকে৷ ঘটনার জেরে সপ্তাহের শুরুতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহর কলকাতার মল্লিকবাজারে৷

আট তলার কার্নিসে রোগীকে দেখে নিচে রীতিমতো ভিড় জমে যায়৷ যার জেরে সপ্তাহের শুরুতেই রীতিমতো যানজট সৃষ্টি হয় ব্যস্তবহুল এই এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল৷ হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে ওই রোগীকে নীচে নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷ কিভাবে ওই রোগী সকলের নজর এড়িয়ে জানালা দিয়ে কার্নিসে পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে৷

- Advertisement -

ঠিক কখন ওই রোগী হাসপাতালের বেড থেকে জানলা দিয়ে কার্নিসে পৌঁছেছেন তা স্পষ্ট নয়৷ তবে এদিন সকালে ওই রোগীকে বেডে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়৷ তখনই হাসপাতাল ((Institute of Neuroscience) কর্মীদের নজরে আসে, হাসপাতালের নিচে একটা ভিড় জমে রয়েছে৷ সেটা হাসপাতালের দিকেই আঙুল দেখিয়ে কিছু একটা দেখছে৷ এরপরই কার্নিসে সন্ধান মেলে ওই রোগীর৷ হাসপাতাল সূত্রের খবর: স্নায়ুরোগে আক্রান্ত ওই ব্যক্তি প্রথম থেকেই আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন৷ তা বলে যে এভাবে সত্যি সত্যি এভাবে কার্নিসে পৌঁছে যাবেন সেটা কেউই কল্পনা করেননি৷ ইতিমধ্যে দমকল কর্মীরা ওই রোগীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন৷

আরও পড়ুন: ‘শুভেন্দু আমাকে ব্ল্যাকমেল করত’, বিস্ফোরক সুদীপ্ত সেন