প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলারকে অর্থ সাহায্য রাজ্য সরকারের

0
34
west-bengal-govt-gave-2-lakhs-rupees-to-former-east-bengal-player-joydeb-chakraborty

স্পোর্টস ডেস্ক: ময়দানের কোনও এক খেলোয়াড় অসুস্থ হলেই অন্যান্য দলের কর্তারা হামেশাই সাহায্যে এগিয়ে আসেন। শুধু খেলোয়াড় নয়, অনেক সমর্থকরা অসুস্থ হলে বা আর্থিক সমস্যা হলে তা দূর করতে এগিয়ে আসেন ময়দানের ক্লাবগুলির কর্মকর্তারা। বর্তমানে অসুস্থ ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবের জুনিয়র দলের প্রাক্তন ফুটবলার জয়দেব চক্রবর্তী। ময়দানে লি নামেই পরিচিত ৩০ বছর বয়সী জয়দেব। তার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এই চিকিৎসার খরচ দিতে এগিয়ে এল রাজ্য সরকার। চিকিৎসার জন্য খরচ জোগাতে বেশ মুশকিলে পড়েছেন জয়দেবের পরিবার। এই ফুটবলারকে সাহায্য করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়ট বিল্ডিংয়ের ক্রীড়া দফতরে জয়দেবের পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন।

- Advertisement -

আরও পড়ুন: কাতারে চূড়ান্ত ক্ষতি, পরের বিশ্বকাপে মোটা অঙ্কের চুক্তি বাতিল করবে বিয়ার কোম্পানি

মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী সুব্রত বিশ্বাস সহ অন্যান্য আধিকারীবৃন্দরা। উল্লেখ্য, পায়ে আঘাত পেয়ে বেশ কয়েকদিন ধরেই বিছানায় শয্যাশায়ী লি। ২০১৭ সালে একটি ফুটবল ম্যাচ চলাকালীন তাঁর পায়ে আঘাত লাগে। তবে অস্ত্রপচার করেও লাভ হয়নি, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম তার পরিবার। অনেকদিন ধরেই সাহায্যের আর্জি জানিয়েছিলেন লি। এবার সদয় হল রাজ্যের সরকার।