স্পোর্টস ডেস্ক: আনোয়ার আলি (Anwar Ali) বিতর্কে নয়া মোড়। আনোয়ারকে সই করাতে চাওয়ার জেরে বড় শাস্তির মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল। শুক্রবার AIFF -এর প্লেয়ার্স স্টেটাস কমিটি আনোয়ার এবং মোহনবাগান সুপার জায়ান্টসের বক্তব্য শুনেছিল। এরপর শনিবার কমিটির তরফে যে রায়ের কপি দেওয়া হয়েছে তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আনোয়ারের টার্মিনেশন বৈধ নয়।
আরও পড়ুন: আজ যে রাজা কাল সে ফকির, এরই নাম ফুটবল…
অর্থাৎ ইস্টবেঙ্গল অবৈধভাবেই আনোয়ারকে (Anwar Ali) সই করাতে চেয়েছিল। যদিও আত্মপক্ষ সমর্থনের জন্য কিছুটা হলেও সময় পাবে লাল-হলুদ শিবির। তাদেরকে এবং সেইসঙ্গে দিল্লি এফসিকেও লিখিত বক্তব্য জমা দিতে নির্দেশ দিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। যদি তাদের বক্তব্যে AIFF সন্তুষ্ট না হতে পারে সেক্ষেত্রে মনে করা হচ্ছে দুই ক্লাবের ওপরে ট্র্যান্সফার ব্যানের মত শাস্তি নেমে আসতে পারে।
আনোয়ার আলি ইস্যুতে শুক্রবার ছিল শুনানি। স্বয়ং আনোয়ার (Anwar Ali) এবং মোহনবাগান সুপার জায়ান্টসের বক্তব্য শোনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটি। যদিও কোনও রায় তখনই দেয়নি তারা। শনিবার দেওয়া হল সেই রায়।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
প্লেয়ার্স স্টেটাস কমিটি রায়ের যে কপি দিয়েছে তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, মোহনবাগানের সঙ্গে আনোয়ারের চুক্তি বৈধ। কিন্তু আনোয়ারের (Anwar Ali) টার্মিনেশন যে প্রক্রিয়ায় হয়েছে তা বৈধ নয়। ফলে ইস্টবেঙ্গল যেভাবে আনোয়ারকে নিজেদের দলে সামিল করতে চেয়েছিল সেটিও চূড়ান্ত অবৈধ। দোষ প্রমাণিত হলে শুধু ইস্টবেঙ্গল বা দিল্লি এফসি ক্লাবের ওপর নয়, শাস্তির খাড়া নেমে আসতে পারে খোদ আনোয়ার আলির ওপরও।