স্পোর্টস ডেস্ক: ছয় দিনে লড়াই শেষ। না ফেরার দেশে পাড়ি দিলেন উরুগুয়ের ফুটবলার জুয়ান ইজকুয়ের্দো (Juan Izquierdo)। খেলতে খেলতে মাঠেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন তিনি। ৬ দিন হাসপাতালে লড়াই করার পর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
আরও পড়ুন: অবসর ভুলে যাও, আগে বিশ্বকাপ জিততে হবে
একসময় লিভারপুল জার্সিতে খেলেছেন ইজকুয়ার্দো। বুধবার তাঁর মৃত্যুর খবর সামনে এনেছে বর্তমান ক্লাব নাসিয়োনাল। উরুগুয়ের এই ক্লাবটির তরফে শোক প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে, “ক্লাব জুয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ।” এরই পাশাপাশি প্রয়াত ফুটবলারের পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
গত বৃহস্পতিবার জুয়ান ইজকুয়ের্দো খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান ক্লাব সাউ পাওলোর বিরুদ্ধে। ম্যাচের ৮৪ মিনিট নাগাদ আচমকাই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কারও সঙ্গে সংঘর্ষ হয়নি ২৭ বছর বয়সী প্রয়াত ফুটবলারের। এমনকি তাঁর পায়ে বল পর্যন্ত ছিল না। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইজকুয়ার্দোকে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল জুয়ানকে। রবিবার থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। মঙ্গলবার চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তিনি। লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের প্রধান আলেসান্দ্রো ডমিঙ্গেজ ইজকুয়ার্দোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।