স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র। গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকেই মাঠের বাইরে। অস্ত্রোপচার হয়েছিল তাঁর। তবে এবারে নেইমারকে নিয়ে এমন তথ্য সামনে আনলেন আল হিলাল কোচ তাতে নতুন করে শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন: ঢের হয়েছে, আনোয়ার ইস্যুতে ইস্টবেঙ্গলকে চূড়ান্ত হুঁশিয়ারি ফেডারেশনের
আল হিলাল কোচ হোর্হো জেসুস জানিয়ে দিলেন চলতি বছরেও নেইমারের ফেরার সম্ভাবনা নেই। যদিও অস্ত্রোপচারের পর গত জুলাইয়ে নেইমার আল হিলালের অনুশীলনে যোগ দিয়েছেন। কিন্তু কোচ এখনই নিশ্চিতভাবে জানাতে পারছেন না যে ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন নেইমার। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আর কখনওই কি মাঠে ফিরতে পারবেন ব্রাজিলীয় তারকা?
আল হিলালের কোচ জেসুস বলেন, “নেইমার আল হিলালের এক গুরুত্বপূর্ণ ফুটবলার। কিন্তু ঠিক কবে তিনি ফিরতে পারেন, সে ব্যাপারে কোনও নির্দিষ্ট তারিখ এখনও বলতে পারছি না।” এরপরই তাঁর সংযোজন, “আগামী জানুয়ারিতে ফের পর্যবেক্ষণ করা হবে নেইমারকে। তারপর হয়ত সঠিকভাবে জানানো সম্ভব।”
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
আগামী বছরের অগাস্ট পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তি রয়েছে নেইমারের। কিন্তু কোচের এহেন বিবৃতির পর আল হিলালের হয়ে তো বটেই এমনকি ব্রাজিল হয়েও তিনি আর কখনও মাঠে নামতে পারবেন কি না সে বিষয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তিনি যে আজও ব্রাজিল দলের সবথেকে বড় স্তম্ভ তা আর বলার অপেক্ষা রাখে না। যদি দুবছর পর ফিফা বিশ্বকাপে খেলতে না পারেন তবে তা হবে ২৪ বছর শিরোপাহীন সেলেকাওদের জন্য নিঃসন্দেহে এক বড় ধাক্কা।