স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বজয়ের স্বাদ এনে দেওয়া অধিনায়ক চোট পেয়েছিলেন কোপা আমেরিকা ফাইনালে। সেই চোট কাটিয়ে শনিবারই মাঠে ফিরতে পারেন লিওনেল মেসি (Leonel Messi)। ইঙ্গিত দিয়ে রাখলেন খোদ ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্তিনো।
আরও পড়ুন: রোহিত শর্মাই ‘লগান’ ছবির ভুবন, দরাজ সার্টিফিকেট ভ্রাতৃপ্রতিম সতীর্থের
কোপা আমেরিকা ফাইনালে পুরো ৯০ মিনিট খেলার সৌভাগ্য হয়নি এলএম টেনের। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। অবশেষে মাঠে ফিরতে চলেছেন মেসি। ইন্টার মায়ামির কোচ জানিয়েছেন, “মেসি একদম ঠিক আছে। আমাদের শনিবারের পরিকল্পনায় আছে ও।”
যদিও মাত্র দুদিন আগেই সামনে এসেছিল অন্য খবর। ক্লাবের তরফে জানানো হয়েছিল, মাঠে ফিরতে আরও দেরি হবে লিওনেল মেসির। কারণ, চোট পুরোপুরি সারার আগেই তিনি নতুন করে অসুস্থ হয়ে পড়েছেন। ইন্টার মায়ামির এক কর্মকর্তা জানান, ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছেন লিও।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয় যে দিনকয়েক আগে থেকে অনুশীলন শুরু করলেও ফের বিশ্রামে চলে গিয়েছেন মেসি। ফলে মনে করা হয়েছিল, মাঠে ফিরতে হয়ত আরওবেশ কিছুদিন দেরি হবে তাঁর। তবে কোচ মার্তিনো জানাচ্ছেন, বৃহস্পতিবার থেকেই ইন্টার মায়ামির সতীর্থদের সঙ্গে স্বাভাবিক অনুশীলন শুরু করেছিলেন মেসি। শনিবারের ম্যাচে তাঁকে দেখা যেতেই পারে।