স্পোর্টস ডেস্ক: আরজি কর কাণ্ডের জেরে রবিবার বাতিল হয়ে গিয়েছে যুবভারতীতে ডুরান্ড কাপের ডার্বি। ব্যাখ্যা দেওয়া হয়েছে, নিরাপত্তাজনিত কারণেই বাতিল করা হয়েছে হাইভোল্টেজ ইস্ট-মোহন দ্বৈরথ। তবে ডার্বি বাতিল হলেও রবিবার যুবভারতীতে জমায়েতের ডাক দিয়েছেন দু’দলের সমর্থকরা। বাঙাল-ঘটি এক হয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাবেন ফুটবলপ্রেমীরা।
আরও পড়ুন: আরজি করের ঘটনা মেনে নিতে পারছেন না বাবা ঋদ্ধি, কী লিখলেন?
ডুরান্ড ডার্বি যে বাতিল হতে পারে সে আশঙ্কা দেখা গিয়েছিল শুক্রবার রাতেই। রাজ্যের বক্তব্য ছিল, এই উত্তাল পরিস্থিতিতে যুবভারতীতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা সম্ভব হবে না। ডুরান্ড কর্তৃপক্ষ অবশ্য তারপরেও চেষ্টায় কোনও ত্রুটি রাখেনি। নিজেদের সেনা দিয়ে ম্যাচ করানোর প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু শনিবার দু’পক্ষের বৈঠকের পর জানিয়ে দেওয়া হয়, বাতিল রবিবারের ডার্বি।
এদিকে শনিবার ডার্বি বাতিল হওয়ার আগেই আরজি করের নির্যাতিতার জন্য সুবিচারের দাবিতে যুবভারতীর গ্যালারিতে গলা তোলার ডাক দিয়েছিলেন দুই প্রধানের সমর্থকরা। ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা টিফো নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। ম্যাচ বাতিল হলেও সেই পরিকল্পনায় বদল ঘটছে না। ডার্বি বন্ধ করা গেলেও মানুষের মুখ বন্ধ করা যে সম্ভব নয় সেটা বোঝাতেই রবিবার যুবভারতীর সামনে জড়ো হয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
সন্ধ্যে ৭টা ডার্বি থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে এই প্রতিবাদ বিকেল ৪টে থেকেই শুরু হবে বলে জানা যাচ্ছে। যদিও বিধাননগর পুলিশের পক্ষ থেকে যুবভারতীর সামনে বা বাইপাসের রাস্তায় যে কোনও ধরণের জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা যে বা যারা ভাঙার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ডার্বি বাতিলের ঘটনা আরজি কর কাণ্ডে এক নয়া মোড় বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষ যেমন তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় পথে নেমেছেন, একইভাবে সরব হয়েছেন নামী ব্যক্তিত্বরাও। ডার্বির আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে দুই দলের সমর্থকদের গ্যালারিতে গলা তোলার আহ্বান জানিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সব মিলিয়ে, আরজি কর কাণ্ডের জেরে ডার্বি বাতিল এক দৃষ্টান্তমূলক ঘটনা হয়ে থাকল।