স্পোর্টস ডেস্ক: ইরানে খেলতে যাচ্ছেনা মোহনবাগান সুপার জায়ান্টস। নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অর্থ্যাৎ ২ অক্টোবর ইরানের তাবরিজ শহরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (ACL 2) -এর ম্যাচে ট্র্যাক্টর এফসির (Tractor FC) মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগানের। বেঙ্গালুরু থেকেই সরাসরি ইরানে উড়ে যেতেন শুভাশিস, লিস্টন, বিশালরা।
আরও পড়ুন: রোহিত শর্মা মিথ্যা হামবড়াই করেন না, সাক্ষী হয়ে থাকল কানপুর
কিন্তু ইরানের বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির আবহে নিরাপত্তাজনিত কারণে সেখানে যেতে না চেয়ে দেশি বিদেশি মিলিয়ে মত ৩৫ জন ফুটবলার চিঠি দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষকে। যে চিঠির কপি এএফসি (AFC) ও এআইএফএফ (AIFF) -কে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে সবুজ মেরুন শিবিরের পক্ষ থেকে।
মোহনবাগান ক্লাব সুত্রে খবর দল খেলতে যেতে চায় না এমনটা নয়। হোটেল বুকিং, ফ্লাইটের টিকিট ইত্যাদি বাবদ প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করে সমস্তরকম ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু ফুটবলাররা ইরানে যেতে নিরাপদবোধ করছেননা। তাই তাদের পক্ষ থেকে অন্য কোনও বিকল্প দিন বা নিরপেক্ষ জায়গায় ম্যাচ আয়োজনের আবেদন জানানো হয়েছে।
যদিও এআইএফএফ (AIFF) -এর তরফ থেকে বলা হয়েছে এই বিষয়ে তাদের কিছুই করার নেই। তারা মোহনবাগানের চিঠি এএফসি (AFC) -তে পাঠিয়ে দিয়েছেন। এএফসি (AFC) -এর পক্ষ থেকেও একটি চিঠি পাঠানো হয়েছে মোহনবাগানকে। কিন্তু সেই চিঠির প্রসঙ্গে মেরিনার্সদের দিক থেকে কোনও মন্তব্য করা হয়নি।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/khaskhobor2020/
এখন মনে করা হচ্ছে নির্দিষ্ট দিনে খেলতে না গেলে শাস্তির খাঁড়া নেমে আসতে পারে সবুজ মেরুনদের ওপর। ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে আট লক্ষ টাকার মতো জরিমানা দিতে হতে পারে তাদের ও ০-৩ স্কোরলাইনে ম্যাচটি হেরে যেতে পারে তারা। তবে এইমুহূর্তে এসব নিয়ে ভাবছেনা তারা। আপাতত ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ছন্দে ফিরতে আজ বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলনে ফিরছে মোলিনা ব্রিগেড।