মারাদোনাকে টপকে আজ শীর্ষে ওঠার হাতছানি মেসির সামনে

0
39

বিশ্বদীপ ব্যানার্জি: ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে আরও এক ডু অর ডাই গেমে নামতে চলেছে আর্জেন্টিনা। তবে পোল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ শুধু জিতলেই চলবে না। সেইসঙ্গে নীল-সাদা জার্সি গায়ে মেসিকে-ও নামতে হবে এই খেলায়। কারণ, মেসির সামনে রয়েছে এক অনবদ্য রেকর্ডের হাতছানি। এদিন পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেই তিনি মারাদোনাকে টপকে শীর্ষে পৌঁছে যাবেন।

আরও পড়ুন: সোনার বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি-রোনাল্ডোদের অবস্থান কোথায় 

- Advertisement -

শনিবার মেক্সিকোর বিরুদ্ধে ডু অর গেমে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচেই মারাদোনার রেকর্ড ছুঁয়ে ফেলেন এম এল টেন। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড এতদিন ছিল প্রয়াত কিংবদন্তি দিয়েগো মারাদোনার। ১৯৮২ থেকে ১৯৯৪ পর্যন্ত ৪ বিশ্বকাপে মোট ২১টি ম্যাচ খেলেছিলেন ফুটবলের রাজপুত্র। শনিবার সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন মেসি।

শনিবার মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ছিল বিশ্বকাপের মঞ্চে মেসির ২১ তম ম্যাচ। অর্থাৎ প্রয়াত কিংবদন্তিকে টপকে যাওয়ার এক মোক্ষম সুযোগ মেসির সামনে। আজ মধ্যরাতে পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে নামলেই মারাদোনাকে টপকে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হয়ে যাবেন তিনি।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

পোল্যান্ডের বিরুদ্ধে যদি কোনও কারণে মেসি খেলতে না পারেন, সেক্ষেত্রে অবশ্য রাউন্ড অব সিক্সটিনে-ও সুযোগ পাবেন তিনি। কিন্তু যদি আর্জেন্টিনা শেষ ষোলোতেই না পৌঁছয়? এদিন পোল্যান্ডের কাছে হারলে পরের পর্বে পৌঁছনোর আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে আলবিসেলেস্তেরা। সেক্ষেত্রে যদি মেসি পোল্যান্ডের বিরুদ্ধে না নামতে পারেন, তাহলে আর মারাদোনাকে টপকানো তাঁর হবে না। কারণ, এটিই মেসির শেষ বিশ্বকাপ।