স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি এবার হলিউডে। ফুটবল জীবনে তাঁর প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ। জিতে নিয়েছেন বিশ্বকাপও। তাই অবসরের সময় এগিয়ে আসতেই নতুন ইনিংস শুরু করে ফেললেন ৩৭ বছর বয়সী লিও। পা রাখলেন হলিউডে।
আরও পড়ুন: ভুল করে সিরাজদের কাছে ক্ষমা চাইলেন পন্থ, হঠাৎ কী হল টিম ইন্ডিয়ার অন্দরমহলে?
সদ্য কোপা আমেরিকা জিতেছেন মেসি। সমর্থকদের আশা, দু’বছর পর বিশ্বকাপও খেলবেন তিনি। কিন্তু আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো অধিনায়ক কি তার আগেই ফুটবলকে আলবিদা জানিয়ে অভিনয় কেরিয়ার শুরু করতে চললেন? না, লিও অভিনয়ের জগতে পা রেখেছেন ঠিকই। তবে তিনি নিজে অভিনয় করবেন না। তিনি করবেন বিনিয়োগ।
মায়ামিতে একটি নয়া প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন এলএম টেন। যার নাম, ‘৫২৫ রোজারিও’। স্মাগলার এন্টারটেইনমেন্ট নামের এক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই প্রযোজনা সংস্থা। জানা যাচ্ছে, তথ্যচিত্র থেকে পূর্ণদৈর্ঘ্যের ছবি, সবরকম কাজেই বিনিয়োগ করবে মেসির প্রযোজনা সংস্থা। তবে মেসি নিজে যেহেতু খেলোয়াড় তাই মনে করা হচ্ছে ক্রীড়া বিষয়ক ছবির ওপর বেশি জোর দিতে পারে এই সংস্থা।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
‘৫২৫ রোজারিও’ সম্বন্ধে বলতে গিয়ে মেসি নিজে জানান, তিনি আগামীদিনে এই সংস্থাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চান। তাঁর কথায়, “মাঠ হোক বা মাঠের বাইরে, বিনোদন আমার অত্যন্ত পছন্দের জায়গা। এই যে সংস্থা আমি তৈরি করেছি, তা নিয়ে ভীষণ উত্তেজিত।” উল্লেখ্য, স্মাগলার এন্টারটেইনমেন্ট নামের যে সংস্থার সঙ্গে হাত মিলিয়ে মেসি প্রযোজনা সংস্থা তৈরি করেছেন তারা ইতিমধ্যেই মেসিকে নিয়ে দুটি তথ্যচিত্র নির্মাণ করেছে। যথাক্রমে ‘Messi’s World Cup: The Rise of a Legend’ এবং ‘Messi Meets America’।