স্পোর্টস ডেস্ক: অলিম্পিকের ফুটবল ইভেন্ট শুরু হয়েছে বুধবার থেকেই। আর প্রথমদিনেই মরক্কোর বিরুদ্ধে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়ন তথা সদ্য কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা। কিন্তু প্রথম খেলাতেই চূড়ান্ত নাটকীয়ভাবে হেরে গিয়েছে তারা। দর্শকদের বিশৃঙ্খলার কারণে প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে ম্যাচ। এ সময়টা খেলার ফলাফল ছিল ২-২। এরপর খেলা শুরু হতেই বাতিল করা হয় আলবিসেলেস্তেদের একটি গোল। এই ঘটনায় স্বভাবতই চটেছেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি (Messi)।
আরও পড়ুন: শ্যাম থাপাকে প্যাঁক কিংবা বাবলুদের কাছে আবদার, উত্তম কুমার মানেই সিনেমা-ফুটবল একাকার
প্রথমে কথা থাকলেও যিনি এবারের অলিম্পিকে অংশ নিচ্ছেন না। এল এম টেনকে বাদ দিয়েই অলিম্পিকের জন্য দল গড়েছিল আর্জেন্টিনা। অবশ্য এরপর কোপা ফাইনালে ডান পায়ে চোটও পেয়েছেন তিনি। কবে মাঠে ফিরতে পারবেন তার ঠিক নেই।
কিন্তু মাঠে না নামলেও দলের হার-জিত নিয়ে মেসি (Messi) কতটা উদ্বিগ্ন সেটা বোঝা গেল বুধবার মরক্কোর বিরুদ্ধে নাটকীয় হারের পরই। চূড়ান্ত ক্ষিপ্ত হয়ে তিনি সমাজমাধ্যমে লেখেন, “অবিশ্বাস্য।” প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা দলের কোচ জাভিয়ের মাসচেরানো। তিনি গোটা ঘটনাটিকে তামাশা বলে দাবি করেছেন। বলেন, “আমি নিজে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি কিন্তু অলিম্পিকের মঞ্চে এমন তামাশা এই প্রথম দেখলাম। ২ ঘন্টা ম্যাচ বন্ধ থাকার পর এমন জঘন্য সিদ্ধান্তের শিকার হতে হবে, কল্পনাও করতে পারিনি।”
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
ঠিক কী ঘটেছিল? বুধবার অলিম্পিকের প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ২-০ পিছিয়ে পড়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন জিউলিয়ানো সিমিয়নে। এরপর নির্ধারিত ৯০ মিনিট শেষে ১৫ মিনিটের ইনজুরি টাইম দেওয়া হয়। এই সময়েই ম্যাচের সমতা ফিরিয়ে ২-২ করেন ক্রিস্টিয়ান মেদিনা। এরপরই বিশৃঙ্খলা দেখা দেয় দর্শকদের মধ্যে। তারা আর্জেন্টিনার খেলোয়ারদের লক্ষ্য করে বোতল বৃষ্টি করতে শুরু করে। বাধ্য হয়েই দু’ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয় ম্যাচ। এরপর দু’ঘণ্টা বাদে দর্শকদের মাঠ থেকে বের করে ফের খেলা শুরু হতেই বাতিল করা হয় মেদিনার গোলটি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি ব্যবহার করে মেদিনার গোলটিকে অফসাইড ঘোষণা করেন রেফারি।